নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার শহরের দক্ষিণ পাহাড়তলীতে দীর্ঘদিনের চলাচল পথ বন্ধ করে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ জুন) সকাল দশটায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কজুড়ে অনুষ্ঠিত মানববন্ধনে এলাকার নারী-পুরুষসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করে।
চিহ্নিত দখলদারের শাস্তি চেয়ে দক্ষিণ পাহাড়তলী থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। হাতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে তীব্র গরম উপেক্ষা করে ন্যায্য কর্মসূচিতে অংশগ্রহণ করে এলাকার সর্বস্তরের জনগণ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেছেন, এমডি আব্দুল হক নূরী নামক এক ব্যক্তি গায়ের জোরে তাদের দীর্ঘদিনের চলাচলের পথ বন্ধ করে দিয়েছে। এতে স্থানীয় বাসিন্দারা জিম্মি হয়ে আছে। তাদের সন্তানরা স্কুল-কলেজে যেতে পারছে না।
সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে অন্তত ১২ ফুট রাস্তা দাবি করে বিক্ষুব্ধ এলাকাবাসী বক্তব্য দেন।
তাদের প্রতিবাদ ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ। এমডি আব্দুল হক নূরীকে বিভিন্ন সরকারি সংস্থার নাম ব্যবহারকারী, ভূমিদস্যু, রাস্তা, জমি দখলদার হিসেবে আখ্যায়িত করেছে বিক্ষুব্ধ জনতা।
এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে তারা জেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।