নুরুল করিম, মহেশখালী।
কক্সবাজারের মহেশখালী উপজেলা পর্যায়ে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ ই জুন) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষ্যে দিনব্যাপী লাগসই প্রদর্শনী’র উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ জয়নাল আবেদীন।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে ও মহেশখালী উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)’র বাস্তবায়নে সেমিনার পরবর্তী আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মীকি মারমা’র সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা নাসিরুল আলমের সঞ্চালনায় সেমিনার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করে বিসিএসআইআর’র সিনিয়র সাইন্টিফিক অফিসার রাজীব বণিক, সহকারী সাইন্টিফিক অফিসার তানভীর আহমেদ, মহেশখালী থানার অফিসার ইনচার্জ সুকান্ত চক্র চক্রবর্তী প্রমুখ। এছাড়াও উপজেলা বিভিন্ন দপ্তরের উর্ধতন কর্মকর্তা বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ গণ উপস্থিত ছিলেন।
সেমিনারে লাগসই প্রযুক্তির নানা উদ্ভাবন সম্পর্কে প্রদর্শনী স্ক্রিনে দেখানো হয়। এসময় এ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নানা বিষয়ে অজানা তথ্য জানানো হয়। পরে
উদ্ভাবনী স্টল ঘুরে দেখেন অতিথিরা।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।