সরওয়ার কামাল, মহেশখালী:
মহেশখালী উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপিত হয়েছে। ১২ই ডিসেম্বর সকাল ১১টায় উপজেলা হল রুমে ইউএনও সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টিত হয়। দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চিত্রাংকন প্রতিযোগিতা,উপস্থিত বক্তিতা ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
ডিজিটাল দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার ভবরঞ্জন দাস,কৃষি অফিসার মোহাম্মদ মাইন উদ্দিন,পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাপস দত্ত, সহকারী শিক্ষা অফিসার আবু নোমান মোঃআব্দুল্লাহ, পৌর কাউন্সিলর প্রনব কুমার দে,সাবেক কাউন্সিলর জয়নাল আবেদীন,এবাদুল করিম বাদল,পরিসংখ্যান কর্মকর্তা,মহেশখালী প্রেসক্লাব এর সভাপতি আবুল বশর পারভেজ প্রমুখ। ডিজিটাল বাংলাদেশ দিবসের অনুষ্টান শেষে চিত্রাংকন ও উপস্থিত বক্তিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলেদেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম উপস্থিত বক্তব্য প্রতিযোগিতায় ১ম স্হান অধিকার করেছে বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী নাঈমা সোলতানা উর্মি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন গোরকঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী কৌশিক দে বাপ্পী।