নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের চকরিয়ায় চরনদ্বিপের চিরিংগা সমিতির চিংড়িঘের দখলে নিতে স্থানীয় মোক্তারের নেতৃত্বে ১৫-১৬ জনের একদল সশস্ত্র দুর্বৃত্ত হামলা চালিয়ে ঘের দখলে নিয়েছে। দুর্বৃত্তরা ওই চিংড়িঘেরে অবস্থান নিয়ে এলাকায় ভীতিকর পরিস্থিতি তৈরি করতে থেমে থেমে রাতভর ফাঁকা গুলিবর্ষণ করে। চিংড়ি ঘেরে পাহারায় থাকা মালিকসহ কর্মচারীদের পিটিয়ে হাত-পা বেঁধে রাতব্যাপী তাণ্ডব চালিয়ে জিনিসপত্র সহ প্রায় ৪-৫ লক্ষ্য টাকার মাছ লুট করে। পিটুনিতে আহত হয় ৬ জন। সোমবার (৩ জুন) রাত ১২টা থেকে ভোর রাত পর্যন্ত এ তাণ্ডব চালায় দুর্বৃত্তরা। বর্তমানে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোনো মুহূর্তে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে বলে দাবি করছে ক্ষতিগ্রস্তরা। আহতরা হলেন, নাছির(৫৫),বাবুল(৫৪),কেশব(৫৩) ফারুক (৩৫) জয়নাল(৬০) গুলিবিদ্ধ আবু বকর(৩৫) বুড়িপুকুর এলাকার আজিজির রহমানের ছেলে। আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত গুলিবিদ্ধ আবু বকরকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে। মৎস্য ঘেরটি চিরিংগা সমিতির মালিকানাধীন আবদুল খালেক সাওদাগর গংরা পরিচালনা করে আসছেন। আব্দুল খালেকের পক্ষ হয়ে বশির আহমেদ চাষ করছিল। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান মৎস্য ঘেরে মালিক আবদুল খালেক।