দেলওয়ার হোসাইন, পেকুয়া প্রতিনিধি ;

কক্সবাজারের পেকুয়ায় জেন্ডার-সহিংসতা প্রতিরোধে জনসাধারণকে শক্তিশালী করতে এবং বাল্যবিবাহকে নিরুৎসাহিত করতে গণনাটক-“শপথ” এর প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সার্বিক তত্ত্বাবধানে হেলথ এন্ড ভেন্ডার সাপোর্ট প্রজেন্ট (এইচজিএসপি)’র আওতায় ‘জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে জনসাধারণের ভূমিকা ও সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায় ব্র্যাক এ আয়োজন করেন।

তারই অংশ হিসেবে মঙ্গলবার (৪ জুন) বিকেলে পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের বুধা মাঝির ঘোনা এলাকায় গণনাটক শপথ অনুষ্ঠিত হয়।

সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত গণনাটক বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুর পেয়ারা বেগম।

তিনি বলেন, আমাদের মূল ভিত্তি হলো সমাজ। জেন্ডারভিত্তিক সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিকভাবে জনসাধারণকে সচেতন হতে হবে। সামাজিক ভাবে আমরা সচেতন হলে দেশ এগিয়ে যাবে।

এসময় স্থানীয় নারী পুরুষ ও শিক্ষক শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।