এম এ আজিজ রাসেল:
পর্যটন নগরী কক্সবাজারে নানা আয়োজনে উদযাপন করা হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। বুধবার (৫ জুন) সকালে বর্ণাঢ্য র্যালীর মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে জেলা প্রশাসনের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান। তিনি বলেন, ‘বর্তমানে পরিবেশ রক্ষা করা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পরিবেশ অবক্ষয়ে জড়িতদের কোন প্রকারের ছাড় দেওয়া হবে না।’
পরিবেশ অধিদপ্তরের পরিচালক মুহাম্মদ সোলায়মান হায়দারের সভাপতিত্ব এবং কক্সবাজারের প্রকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন (নেকম) এর ম্যানেজার মোহাম্মদ আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ, সহকারী সিভিল সার্জন ডাঃ মহিউদ্দিন মোঃ আলমগীর, কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষের সচিব আবুল হাশেম, কক্সবাজারের প্রকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন (নেকম) এর উপ-প্রকল্প পরিচালক ড. শফিকুর রহমান, পরিবেশ অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর নুরুল আমিন এবং কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম।
পরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।