আনোয়ার হোছাইন, ঈদগাঁও:

কক্সবাজারের ঈদগাঁওতে উপজেলায় বজ্রপাতে নুরুল হুদা নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৮ জুন) উপজেলার ইসলামপুর ইউনিয়নের মধ্য নাপিতখালী রেললাইন সংলগ্ন স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত যুবক ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মধ্যম নাপিতখালীর মরহুম ছিদ্দিক আহমদের পুত্র।
স্থানীয়রা জানান, শনিবার সকালে নুরুল হুদা ধান ক্ষেতের প্রয়োজনীয় কাজ সারতে ঘর থেকে বের হয়। বেলা সাড়ে ১২ টার দিকে ভারি বৃষ্টিপাতের সাথে আকস্মিক বজ্রপাত শুর হয়।এসময় নুরুল হুদা আকস্মিক বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।হতভাগা নুরুল হুদা একাধিক সন্তানের জনক। তার মৃত্যুর সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে।পরিচিত মুখ হওয়ায় সকলের মাঝে শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা জানান,সে সদাহাস্যজ্বল ও মিষ্টভাষী ছিল।যার কারণে যে কেউ তাকে পছন্দ করত।মাঝে মধ্যে সে সংসারের প্রয়োজনে ইজিবাইক তথা টমটমও চালাত বলে জানিয়েছেন। এ মৃত্যুর সংবাদ পেয়েই নিহতের পরিবারে ছুটে যান ইসলামপুরের নবনির্বাচিত চেয়ারম্যান মওলানা দেলোয়ার হোসাইন। তিনি আকস্মিক এ মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারে প্রতি সমবেদনা জানান।