সংবাদদাতা:
বিশ্ব সমুদ্র দিবস উপলক্ষে উখিয়ার সোনারপাড়া বিচে পরিচ্ছন্নতা অভিযান, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ জুন আয়োজিত অনুষ্ঠানে ইকোফিশ-২ প্রকল্পের গবেষণা সহকারী আয়েশা রাহি নূর সমুদ্রে প্লাস্টিক দূষণের ক্ষতিকর দিক, সমুদ্র রক্ষায় করণীয় কি, ভৌতিক মাছ ধরার কুফল, সমুদ্র স্বাক্ষরতা ইত্যাদি বিষয়ের উপর আলোচনা করেন।
পরবর্তীতে উপস্থিত সকলে সাগরকে রক্ষার শপথ করেন।
আলোচনা শেষে সাগরপাড় পর্যন্ত সচেতনতা র্যালি ও সাগরপাড়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
সাগরের জীববৈচিত্র ও পরিবেশ উন্নয়নভিত্তিক সংস্থাটির বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রকল্পের স্বেচ্ছাসেবী দল সুনীল প্রহরীর সদস্য, ঘাটভিত্তিক সহব্যবস্থাপনা কমিটির সদস্য, স্থানীয় জেলে, গণ্যমান্য ব্যক্তিগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।