মোঃ ওসমান গনি (ইলি), কক্সবাজার
কক্সবাজারের ঈদগাঁওয়ের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (০৯ জুন) দুপুরে ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের মালমুরা পাড়ায় মর্মান্তিক এ ঘটনা ঘটে। বিকেলে তাদের মৃতদেহ মালমুরা পাড়া হাফেজ খানার পুকুর থেকে উদ্ধার করে আত্মীয় স্বজন ও স্থানীয়রা। স্থানীয়রা জানায়, ঘটনার আগে খেলতে গিয়ে নিখোঁজ হন দুই শিশু কন্যা। পরিবারের সদস্যরা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে না পেয়ে এক পর্যায়ে হাফেজখানার পুকুরে ভেসে উঠতে দেখে ছাত্ররা পরিবারকে খবর দেয়। পরে আত্মীয় স্বজনরা গিয়ে কুলে তুলে নিয়ে আসে। ঈদগাঁও মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন। মৃতরা হলো পোকখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হাফেজ মাহবুব আলমের মেয়ে আদিবা মনি (২) এবং ইসলামাবাদ ইউনিয়নের বোয়াল খালী এলাকার দুলা মিয়ার কন্যা ইলমা মনি (৩)।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ স্বজনদের বুঝিয়ে দেয়া হয়েছে।
এদিকে তাদের অকাল মৃত্যুতে আত্মীয় স্বজনদের মাঝে শোকের ছায়া বিরাজ করছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।