দেলওয়ার হোসাইন, পেকুয়া প্রতিনিধি ;
কক্সবাজারের চকরিয়ায় স্কুলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ২ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।
রোববার (৯জুন) সকাল সাড়ে ৯টায় ডুলহাজারা স্টেশনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে স্কুলে যেতে রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রাম মুখি একটি প্রাইভেট কারের ধাক্কায় রাওয়ান (৬) ও মানার (৭) নামে দুই স্কুল শিক্ষার্থী মারাত্মক ভাবে আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে নিলে তাদের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
আহত রাওয়ান ও মানাত ডুলহাজারা ইউনিয়নের নতুনপাড়া এলাকার মুকছুদুল হকের শিশু কন্যা ও ডুলহাজারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় ও ৩য় শ্রেণীর শিক্ষার্থী বলে জানা গেছে।