নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার তাওযীহুল উম্মাহ মডেল মাদরাসার ছাত্র ইমরান বিন নুরের শবিনাখতম অনুষ্ঠান হয়েছে।

সোমবার (১০ জুন) বাদ ফজর শহরের সিকদার মহলস্থ ক্যাম্পাসে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও রহমানিয়া মাদরাসার পরিচালক মুফতি মাওলানা সোলাইমান কাসেমী।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, পরিশ্রমী ও মনোযোগি ছাত্ররা সফল হয়। ফজর নামাজের আগেই সবক শুনাতে হবে। কোনভাবেই অবহেলা করা যাবে না।

প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ক্বারী মাওলানা রহমত উল্লাহ হারেছ এর সভাপতিত্বে শবিনাখতম অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দারুল আরক্বম তাহফিযুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মোঃ ইউনুস ফরাজী, কক্সবাজার নিউজ ডটকম (সিবিএন) এর বার্তা সম্পাদক ইমাম খাইর ও মারকাজুত তাক্বওয়া মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মিজানুর রহমান।

এ সময় মাদরাসার সহকারী পরিচালক হাফেজ যবিহুল্লাসহ শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কুরআনের পাখি হাফেজ  ইমরান বিন নুর ঈদগাঁও ফরাজি পাড়ার বাসিন্দা ও সৌদিপ্রবাসী ক্বারী নুরুল আলমের ছেলে। ইতোমধ্যে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠানের কুরআনের প্রতিযোগিতায় সে অসাধারণ কৃতিত্ব দেখিয়েছে। কুড়িয়েছে সম্মানানা ক্রেস্ট ও সনদ।

ইমরান বিন নুরের সফলতার ধারা অব্যাহত রাখতে সবার নিকট দোয়া কামনা করেছেন হাফেজ ক্বারী মাওলানা রহমত উল্লাহ হারেছ।