ইমাম খাইর, সিবিএন:
কক্সবাজার-টেকনাফ সড়কে ডাম্পার ট্রাক থেকে ২ লক্ষ ইয়াবা উদ্ধারের মামলায় ২ আসামির সশ্রম যাবজ্জীবন (৩০ বছর) কারাদণ্ডাদেশ দিয়েছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত।
সেই সঙ্গে এক লক্ষ টাকা জরিমানা অনাদায় আরো এক বছর হাজতবাসের আদেশ দিয়েছেন বিচারক।
মঙ্গলবার (১১ জুন) আদালতে এস.টি মামলা নং-১১৩২/২০২২ শুনানি শেষে রায় ঘোষনা করেন বিচারক মুনসী আব্দুল মজিদ।
দণ্ডিত আসামিরা হলেন, উখিয়ার পালংখালী ৫ নং ওয়ার্ডের থাইনখালী হাকিম পাড়ার নুরুল আলমের ছেলে মোহাম্মদ তারেক (২০) ও মৃত ফেরদৌসের ছেলে মো. দেলোয়ার হোসেন (২১)। রায় ঘোষণাকালে তারা আদালতে উপস্থিত ছিলেন।
তাদের পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট মোঃ রেজাউল করিম কাজল। রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট সৈয়দ মোহাম্মদ রেজাউর রহমান রেজা।
জেলা জজ আদালতের নাজির বেদারুল আলম সিবিএনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
মামলার এজাহারের সূত্র ধরে তিনি তথ্য দেন, ২০২১ সালের ১৫ নভেম্বর উখিয়ার ময়নারঘোনাস্থ পিআইপি অফিসের সামনের রাস্তায় ডাম্প ট্রাক তল্লাশি করে ২ লক্ষ ইয়াবাসহ মোহাম্মদ তারেক (২০) ও মো. দেলোয়ার হোসেন (২১) নামের দুই ব্যক্তিকে আটক করে র্যাব। এ ঘটনায় উখিয়া থানায় মামলা করেন হাবিলদার মোঃ নুরুজ্জামান হাওলাদার। যার জিআর মামলা নং-৯৪৮/২১, থানা মামলা নং-৪৬/২১।
২০২২ সালের ১৪ জানুয়ারি মামলার অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা পুলিশ উপরিদর্শক (এসআই) আফসার আহমদ। ২৫ জুলাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণি ১০(গ)/৩৮ ধারায় ২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।
সরকার পক্ষের কুশলী এডভোকেট সৈয়দ মোহাম্মদ রেজাউর রহমান রেজা জানান, ২ লক্ষ ইয়াবা উদ্ধারের মামলাটি দীর্ঘ তদন্ত ও সাক্ষ্যে দুই আসামির স্পষ্ট অপরাধ প্রমাণিত হয়। তাই তাদের বিরুদ্ধে সশ্রম যাবজ্জীবন (৩০ বছর) কারাদণ্ড, ১ লক্ষ টাকা জরিমানা অনাদায় আরো এক বছর হাজতবাসের আদেশ দিয়েছেন বিচারক। রায়টি সময়োচিত হয়েছে। এতে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।
মাদক কারবার বন্ধে এসব রায় ‘যুগান্তকারী ভূমিকা’ রাখবে বলে মন্তব্য করেন রাষ্ট্রপক্ষের কুশলী এডভোকেট সৈয়দ মোহাম্মদ রেজাউর রহমান রেজা।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।