আবু সায়েম:
কক্সবাজারে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ ২০২১ উপলক্ষ্যে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ ডিসেম্বর) জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিল্পনা কার্যালয়ের আয়োজনে পরিবার পরিকল্পনার উপপরিচালক ডাঃ পিন্টু কান্তি ভট্টাচার্য্যের সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ( এডিএম) আবু সুফিয়ান।বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও কুতুবদিয়া উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ ফরিদুল ইসলাম চৌধুরী।
প্রতি বছরের ন্যায় এ বছরও কক্সবাজার পরিবার পরিকল্পনার সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
“পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য সেবা গ্রহণ করি বাল্যবিয়ে ও অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধ করি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ ২০২১ শুভ উদ্বোধন হয়েছে। যা আগামী ১৮ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলা এবং সংশ্লিষ্ট ইউনিয়নে পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ উদযাপিত হবে।
পরিবার পরিকল্পনা কার্যালয় কক্সবাজার সূত্রে জানা যায়, পরিবার কল্যাণ ও প্রচার সপ্তাহ উপলক্ষ্যে আকর্ষনীয় ও জনগণের মধ্যে গ্রহণযোগ্য করে তোলার জন্য আইইএম ইউনিট থেকে প্রচার সামগ্রী ব্যানার পোস্টার লিফলেট ও ফোল্ডার বিতরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।প্রচার সামগ্রী বিতরণের পাশাপাশি জনগণ কে সেবা গ্রহনে আগ্রহী হতে নানা ধরণের সেবা মূলক প্রচার কার্যক্রমের প্রদর্শনের ব্যবস্থা গ্রহণ করা হবে।
হাটবাজার, বাস স্টপেজ, নদী বন্দরসহ সাধারণত যেখানে লোকসমাগম বেশি হয় সেখানে বিতরণ ও প্রদর্শনের ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৮ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে অস্থায়ী, দীর্ঘমেয়াদী ও স্থায়ী পদ্ধতির বিশেষ ক্যাম্পের আয়োজন এবং প্রত্যক্ষ সেবা প্রদান করা হবে। ডেলিভারি বৃদ্ধি ও প্রসব পরবর্তী গ্রহীতার সংখ্যা বৃদ্ধিকল্পে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে। সেবা প্রদানের গুণগত বিষয়টি নিশ্চিত করার নিমিত্তে উপযুক্ত কাউন্সেলিং করা হবে।
উক্ত এ্যাডভোকেসী সভায় প্রধান অতিথির বক্তব্যে এডিএম আবু সুফিয়ান বলেন, পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষ্যে সেবা ও প্রচার সপ্তাহ নিশ্চিতকরণে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হবে।আগামী ১৮ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত কক্সবাজার জেলার প্রত্যেকটি উপজেলা ও ইউনিয়নে পরিবার পরিকল্পনার সেবা গ্রহণে জনগণ কে স্থানীয় পরিবার পরিকল্পনায় গিয়ে সেবা গ্রহণের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে পরিবার পরিকল্পনার উপপরিচালক ডাঃ পিন্টু কান্তি ভট্টাচার্য্য বলেন, আগামী ১৮ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত কক্সবাজার জেলার প্রত্যেকটি উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ উদযাপিত হবে। সেবা ও প্রচার সপ্তাহ চলাকালীন প্রচারণা জোরদারের লক্ষ্যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার সহযোগিতায় সামাজিক দূরুত্ব বজায় রেখে বিশেষ উঠান বৈঠক এবং মা সমাবেশের আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হবে। সেবা ও প্রচার সপ্তাহ জনগণের নিকট পৌঁছে দিতে মাইকিং করা হবে। পরিবার পরিকল্পনার প্রচার সপ্তাহ কার্যক্রম সকলের আন্তরিক প্রচেষ্টায় সফল হবে তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
উক্ত এ্যাডভোকেসী সভায় কক্সবাজার জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডঃ ফরিদুল ইসলাম চৌধুরী,কক্সবাজার সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, ডেপুটি সিভিল সার্জন, মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা তাহের সহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ বক্তব্য প্রদান করেন।
কক্সবাজারে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত
