নিজস্ব প্রতিবেদক:
আসন্ন পবিত্র ঈদুল আযহায় কুরবানীকৃত পশুর চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে নিরবচ্ছিন্নভাবে লবণ সরবরাহ নিশ্চিতকল্পে কক্সবাজারে এতিমখানাসমূহে বিনামূল্যে লবণ বিতরণ করেছে বিসিক।

প্রতিষ্ঠানসমূহ হচ্ছে, কক্সবাজার রহমানিয়া মাদরাসা ও এতিমখানা, বায়তুশ শরফ এতিমখানা, চৌফলদন্ডী নোমানিয়া মাদরাসা ও এতিমখানা, জালালাবাদ খামারপাড়া মোহাম্মদিয়া হেফজখানা ও নূরানী মাদরাসা, বদর মোকাম চেমন শমশের এতিমখানা, কক্সবাজার উমিদিয়া মাদরাসা এতিমখানা, তৈয়বিয়া তাহেরিয়া এতিমখানা, বিশ্বনবী (সা) হাফেজিয়া তাজবিদুল কুরআন মাদরাসা ও এতিমখানা, খাজা মঞ্জিল এতিমখানা।

মঙ্গলবার (১১ জুন) বিসিক কক্সবাজারের সহকারী ব্যবস্থাপক রিদওয়ানুর রশীদের নেতৃত্বে বিনামূল্যে লবণ বিতরণ কর্মসূচি পালিত হয়। এ সময় ইসলামপুর লবণ মিল মালিক সমিতির সভাপতি শামসুল আলম আজাদ, বিসিক কক্সবাজারের শিল্পনগরী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, প্রমোশন কর্মকর্তা সৈয়দ আহসান হাবিবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সহকারী ব্যবস্থাপক রিদওয়ানুর রশীদ জানান, আসন্ন পবিত্র ঈদুল আযহায় কুরবানীকৃত পশুর চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে নিরবচ্ছিন্নভাবে লবণ সরবরাহ নিশ্চিতকল্পে জেলা লবণ ব্যবস্থাপনা কমিটির সভা গত ৯ জুন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের সভাপতিত্ব অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভায় এতিমখানা সমূহে সংগ্রহকৃত কুরবানীর চামড়া যথাযথ সংরক্ষণের জন্য বিনামূল্যে লবণ বিতরণের সিদ্ধান্তের আলোকে সরাসরি তালিকাভুক্ত এতিমখানা সমূহে লবণ পৌঁছিয়ে দিয়েছে বিসিক।

এই কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেছে কক্সবাজার পৌরসভা ও ইসলামপুর লবণ মিল মালিক সমিতি।

বিনামূল্যে লবণ পেয়ে এতিমখানাসমূহের পরিচালক, শিক্ষকসহ সংশ্লিষ্টরা বিসিকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।