নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেছেন, ‘দেশে ভুয়া সাংবাদিক ও পত্রিকা বেড়ে গেছে। তাই সাংবাদিকদের মানোন্নয়নে কাজ করছে প্রেস কাউন্সিল। সারাদেশে মূলধারার সাংবাদিকদের ডাটাবেইজে অন্তর্ভুক্ত করা হচ্ছে। তবে এক্ষেত্রে সাংবাদিক হতে গেলে গ্র্যাজুয়েট বা নূন্যতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রেস কাউন্সিলের সনদ ছাড়া কেউ সাংবাদিক পরিচয় দিতে পারবে না।’ সোমবার (১০ জুন) কক্সবাজারে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত ‘হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কর্মশালায় সাংবাদিকতার নীতিমালা এবং প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি নিয়ে আলোকপাত করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার। তিনি বলেন, ‘সাংবাদিকতায় এখন চরম সংকট চলছে। এই পেশায় যোগ্যতাবিহীন মানুষ চলে আসছে। মনে রাখতে হবে আবর্জনা ভাইরাল হলে দুর্গন্ধ ছড়ায়। এতে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। যা কখনো দেশের কল্যাণ বয়ে আনতে পারে না।’
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মো. আবদুস সাত্তার। পরে কর্মশালায় অংশ নেওয়া সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করা হয়। এতে কক্সবাজার জেলার প্রিন্ ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত অর্ধশতাধিক সাংবাদিক স্বতঃস্ফূর্ত অংশ নেয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।