মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার শহরের বাহারছরার বাসিন্দা, বিশিষ্ট ঠিকাদার গিয়াস উদ্দিন (৫৮) আর নেই। বুধবার (১২ জুন) রাত পৌনে ১০ টার দিকে ঢাকার ইমপালস হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।

মরহুমের ভায়রাভাই মোহাম্মদ শহীদুল্লাহ সিকদার এ তথ্য জানিয়েছেন। তিনি আরো জানান, বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দিন আগে থেকেই হৃদরোগে আক্রান্ত ছিলেন। মঙ্গলবার তাকে ঢাকার ইমপালস হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হলে সেখানে তাঁর শারিরীক অবস্থার আরো অবনতি হয়। হাসপাতালের আইসিইউ সাপোর্টে থাকাবস্থায় তিনি মারা যান। গিয়াস উদ্দিন বাহারছরার মরহুম আবদুল কাদেরের পুত্র এবং কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন এর ভাই। খুরুস্কুল ইউনিয়নের মরহুম জাফর চৌধুরীর জামাতা। মৃত্যুকালে গিয়াস উদ্দিন স্ত্রী, এক পুত্র, এক কন্যা সহ অনেক আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান।