হোয়াইক্যং নয়াবাজারের প্রবীণ মুরুব্বী ও সমাজসেবক নুরুল আমিন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পরিবার সকলের নিকট দোয়া কামনা।
জানা যায়, ১৩ জুন রাতের প্রথম প্রহরের দিকে ঈদুল আযহা উপলক্ষ্যে সামাজিক বৈঠক শেষে বাড়িতে বিশ্রামের সময় নয়াবাজারের মরহুম হাজী আলী মিয়ার ১ম পুত্র নুরুল আমিন (৭১) অসুস্থ হয়ে পড়ে। তাঁকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে ডাক্তার দেখিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হলে প্রাথমিকভাবে হার্টস্ট্রোকের বিষয়টি ধরা পড়ে। তাঁকে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম পার্ক ভিউ হাসপাতালে নেওয়া হচ্ছে। তাঁকে সেখানে চিকিৎসা দেওয়া হবে বলে পারিবারিক সুত্র নিশ্চিত করেছেন।
তিনি দীর্ঘদিন ধরে ব্লাড ট্রেসার ও ডায়াবেটিস রোগে ভোগছিলেন। তাঁর ৫জন ছেলে, ৬জন মেয়ে ও অনেক নাত-নাতনী রয়েছে।
তাঁর দ্রুত রোগমুক্তি কামনায় পরিবারের পক্ষ থেকে সর্বস্তরের মানুষের নিকট বিশেষ দোয়া কামনা করেছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।