নিজস্ব প্রতিবেদক

জেলা পর্যায়ে উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে উদ্যোগ গ্রহণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) অরুনোদয় স্কুলের হল রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার উপ—পরিচালক এস.এম ফেরদৌস ইসলাম। তিনি বলেন, “উগ্রবাদ ও সহিংসতা আমাদের সমাজের সকলের জন্য একটি নেতিবাচক দিক ও বড় হুমকি। সকলের সম্মিলিত প্রচেষ্টা বিশেষ করে স্থানীয় সরকার প্রতিনিধিদের মাধ্যমে স্থানীয়ভাবে এই হুমকি ইতিবাচকভাবে আমরা মোকাবেলায় করতে পারি। সরকার ও স্থানীয় সরকার এই হুমকি মোকাবেলায় দৃঢ়প্রতিজ্ঞ।”

এতে সভাপতিত্ব করেন ইপসা উপ—পরিচালক খালেদা বেগম। সভা সঞ্চালনা করেন ইপসা কক্সবাজারের ফোকাল পার্সন মো. হারুন।

সভায় শুভেচ্ছা বক্তব্য দেন ইপসার প্রোগ্রাম ম্যানেজার যীশু বড়ুয়া। তিনি বলেন, “আমাদের সকলে মিলে উগ্রবাদ সহিংসতামুক্ত একটি সমাজ গড়ে তুলতে হবে। আমরা সকলেই এই লক্ষ্য অর্জনে কাজ করবো।”

সভায় প্রকল্পের উপর নির্মিত একটি ভিডিও ডকুমেন্টস এবং পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমের প্রকল্পের শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত সকল কার্যক্রম উপস্থাপিত হয়। এই পাওয়ার পয়েন্ট উপস্থাপনার করেন ইপসার উপ—পরিচালক খালেদা বেগম।