মো. ওসমান গনি (ইলি) কক্সবাজার
চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের চকরিয়া সহ বরইতলী বন বিটের বরইতলী মৌজার মোহাম্মদ নগরের পাহাড়ের নিচে রিজার্ভের সমতলে বনবিভাগ কর্তৃক রোপিত এক একর জমির গাছ রাতের আঁধারে কেটে সাবাড় করল একদল চিহ্নিত ভূমিদস্যুরা।
বৃহস্পতিবার (৬ জুন)দিবাগত রাতে বরইতলীর বানিয়ারছড়াস্থ বিট অফিসের কোয়ার্টার কিলোমিটারের ভিতরে দেশীয় অস্ত্র নিয়ে জনগণের মাঝে ভীতি সঞ্চার করে গাছগুলো কেটে উজাড় করে বলে জানা গেছে। খবর পেয়ে ভোরে বরইতলী বনবিট কর্মকর্তা মো: হাসানুজ্জামান, বনকর্মী মোহাম্মদ আব্দুল মামুন, আমির খসরু মামহমুদ হোসেনসহ একদল ভিলেজার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় ঘটনাস্থল থেকে সন্ত্রাসী কর্তৃক কেটে ফেলে রাখা চারাগাছের কাটা অংশ
আলামত হিসেবে জব্দ করেন বন কর্তৃপক্ষ।
ঘটনাস্থলে বিট কর্মকর্তা মো: হাসানুজ্জামান সাংবাদিকদের কাছে দুর্বৃত্ত কর্তৃক রোপিত চারাগাছ কেটে ফেলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, বনবিভাগ কর্তৃক রোপিত এক একর জমির চারাগাছ কেটে দিয়েছে কতিপয় চিহ্নিত দুর্বৃত্ত। বনভূমি জবরদখলের উদ্দেশ্যে এ কাজ হতে পারে। তিনি আরো বলেন, বন বিভাগের ক্ষতি সাধন করে অতীতে কেউ রক্ষা পায় নি এবারো পাবে না। এ ব্যাপারে বন আইনে ব্যবস্থা নিবেন বলেও জানান ওই বনবিট কর্মকর্তা।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।