নুরুল করিম, মহেশখালী:
মেধাবৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের মেধা-মননের বিকাশ ঘটে। নতুন প্রজন্মকে দক্ষ, সুশিক্ষিত ও দেশপ্রেমিক নাগরিক হিসাবে গড়ে তুলতে মেধাবৃত্তি পরীক্ষার গুরুত্ব রয়েছে এ লক্ষ্যে মহেশখালী উপজেলায় আলোকিত মেধাবিকাশ স্বর্ণপদক বৃত্তি পরীক্ষা-২৩ অনুষ্ঠিত এ পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সম্পন্ন হয়েছে।

১৪ জুন বঙ্গবন্ধু সরকারি মহিলা কলেজ ক্যাম্পাসে সকাল ১১ টায় আলোকিত শিক্ষা ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় জাফর আমিনের উদ্যোগে আয়োজিত আলোকিত মেধাবিকাশ স্বর্ণপদক বৃত্তি’র পুরস্কার বিতরণ, সংর্বধনা ও সনদ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সহকারী পরীক্ষা নিয়ন্ত্রণক জাফর আলম এর সঞ্চালনায় ও আলোকিত শিক্ষা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক জাফর আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন. সরকারের সিনিয়র সহকারী সচিব সরওয়ার কামাল, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন. মহেশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ জয়নাল আবেদীন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ সুমন সেন, কক্সবাজার কোটের সিনিয়র আইনজীবী এডভোকেট নুরুল ইসলাম সাঈম, বঙ্গবন্ধু সরকারি মহিলা কলেজের প্রভাষক সরওয়ার কামাল, উপজেলা শিক্ষা অফিসার শামশুল ইসলাম, আলোকিত মেধাবিকাশ বৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রণক ও পেকুয়া টইটং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল আলম, আলোকিত শিক্ষা নিকেতনের শিক্ষক শাহিনুর সোলতানা, প্রমুখ বক্তব্য রাখেন।

এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী’সহ পত্র-পত্রিকা ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ট্যালেন্টপুল ৬ জন সাধারণ ৩১ জন শিক্ষার্থীকে এ বৃত্তি প্রদান করা হয়। (সর্বোচ্চ নাম্বার প্রাপ্তির ভিত্তিতে সকল শ্রেণির) একজনকে স্বর্ণপদক দেওয়া হয়েছে। এছাড়াও বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া সবাইকে ক্রেস্ট ও সনদ প্রদান’সহ বিশিষ্টজনদের সম্মাননা দেওয়া হয়।