সংবাদ বিজ্ঞপ্তি:
মহেশখালীর ব্যাংকার্সদের প্রাণের সংগঠন মহেশখালী ব্যাংকার্স সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৮ জুন) মহেশখালী পৌরসভাস্থ ইলা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ও ব্যাংকারদের প্রিয় ব্যক্তিত্ব আবু মোহাম্মদ শহীদুল এমরান (SAVP & Managing Directors Secretariat), IBBPLC, Head office.
সমিতির সদস্য মোহাম্মদ গিয়াস উদ্দিন (PO & Investment Incharge) IBBPLC, Chakaria এর কোরআন তিলাওয়াতের মাধ্যমে সাধারণ সভা শুরু হয়।
সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুল ইসলাম (FAVP & Manager) FSIBPLC, Moheshkhali এর উপস্থাপনায় উক্ত সাধারণ সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন সমিতির সভাপতি আবু মোহাম্মদ শহীদুল এমরান।
সমিতির বার্ষিক আর্থিক প্রতিবেদন পেশ করেন সমিতির সম্মানিত অর্থ সম্পাদক শহীদুল্লাহ খান (Operations Manager) NBL, Cox’s Bazar Branch.
সমিতির বিভিন্ন বিষয় নিয়ে দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন, সহ-সভাপতি মোহাম্মদ আমান উল্লাহ (SAVP) IBBPLC, Head office, উপদেষ্টা মোহাম্মদ বোরহান উদ্দিন (AVP & Manager) Anowara Branch, IBBPLC, মোহাম্মদ হামিদুল্লাহ (FAVP & Manager) Court Bazar Branch, IBBPLC, মোহাম্মদ লোকমান হাকিম (SPO) HRD, IBBPLC, মোহাম্মদ আব্দুস সালাম (SPO & Operations Manager) IBBPLC, Oxygen Branch, মোহাম্মদ মাহাবুবুল আলম (SPI & Incharge) IBBPLC, Khalarmar Chara Sub Branch, মোহাম্মদ মামুনুল ইসলাম (SPO & Incharge) IBBPLC, Natun Bazar Sub Branch, মোহাম্মদ রুহুল আমিন (PO & Manager) Sonali Bank, Ukiea Branch, মোহাম্মদ আলম (SO & Investment Incharge) MTBL, Karanihat Branch, মোহাম্মদ শিহাব উদ্দিন (PO), HRD, Primer Bank PLC
এছাড়া উপস্থিত অন্যান্য সদস্যগণ সমিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।
সর্বশেষ সভাপতির সমাপনী বক্তব্য ও উপদেষ্টা মোহাম্মদ বোরহান উদ্দিনের মোনাজাতের মাধ্যমে সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।