“হারিয়ে যাওয়া দিনগুলো ফিরে পেতে ফিরে আসুক সেই সোনালি দিনগুলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-১৮ এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ বুধবার (১৯ জুন) বেলা ১২টার দিকে মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।
এসএসসি ব্যাচ-১৮ এর শিক্ষার্থী খাইরুল আজিম রাবেত এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন কাদের।
আরো উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সাবেক প্রধান শিক্ষক শাহ আলম, আক্তার কামাল, শফিউল আলম, সিরাজুল মোস্তাফা, শামসুন্নাহার, শহীদুল ইসলাম, সিদ্দিক নূরী, জাহাঙ্গীর আলম, আব্দুল মজিদ, আবু তালেব ও এসএসসি ব্যাচ-১৮ এর শিক্ষার্থীবৃন্দ।
সফলতার সংজ্ঞায় মনুষ্যত্ব বিকাশের বিভিন্ন দিকনির্দেশনা ও সৎ পথে নিজ নিজ অবস্থান থেকে ভালো কাজ করার কথা বলেছেন শিক্ষকগণ।
সহকারী শিক্ষক শফিউল আলম বলেন, আধুনিক সমাজব্যবস্থায় সন্তান শিক্ষিত ও সফল হয়ে যেন বাবা-মা অলিখিত বৃদ্ধাশ্রমে না থাকেন।
সাবেক প্রধান শিক্ষক শাহ আলম বলেন, ছাত্রছাত্রীদের কাছ থেকে শিক্ষকদের বেশি কোনো চাওয়া নাই। শুধু সম্মানটুকুই প্রাপ্য।
তিনি আরও বলেন, সৎ ও ন্যায়নিষ্ঠার শিক্ষায় শিক্ষিত হয়ে এ দেশ ও জাতির ভবিষ্যৎ গঠনে যেন শিক্ষার্থীরা ভূমিকা রাখেন।
শিক্ষকদের সম্মাননা পুরস্কার প্রদান ও ফটোসেশনের মধ্য দিয়ে ঈদ পুনর্মিলনী শেষ হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।