পেকুয়ায় প্রতিনিধি ;

কক্সবাজারের পেকুয়ায় পুলিশের বিশেষ অভিযানে জয়নাল আবেদীন নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ জুন) দুপুরে পেকুয়া থানার এ এস আই সাঈদের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া আলহাজ্ব কবির আহমদ চৌধুরীর বাজারের পশ্চিম পাশে আলমগীরের মাছের আড়ত থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত পলাতক আসামি জয়নাল আবেদীন পেকুয়া সদর ইউনিয়নের উত্তর গোঁয়াখালী এলাকার মৃত আবু তাহেরর পুত্র, পেকুয়া থানা সূত্রে জানা যায়,ধৃত জয়নাল আবেদীন চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিআর মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি।