আব্দুল্লাহ সায়েম, ঈদগাঁও

কক্সবাজার জেলার নবগঠিত ঈদগাঁও উপজেলার নবনির্বাচিত জনপ্রতিনিধি ও দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়,মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানে ভর্তির সুযোগপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ( ২০’ই জুন) ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে “পাবলিক ইউনিভার্সিটি, মেডিকেল এন্ড ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঈদগাঁও” আয়োজিত এই অনুষ্ঠানে স্কুল- কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে উচ্চ শিক্ষা বিষয়ক কর্মশালা, কুইজ প্রতিযোগিতা ও উপজেলার নবনির্বাচিত জনপ্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আলী।

সংগঠনের সভাপতি ইয়াছিন আরফাতের (চবি) সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহসান আহমদের (ঢাবি) সঞ্চালনায় অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক, সহকারী তথ্য অফিসার ও সাবেক ঢাবি শিক্ষার্থী মো রাশেদুল হক রাসেল। সংগঠনের উপদেষ্টাদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের সহকারী অধ্যাপক ফয়সাল বিন মনির (জনি), চবির সাবেক শিক্ষার্থী ও ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. রেজাউল করিম, ও চবির উন্নয়ন অধ্যয়ন বিভাগের প্রভাষক ফয়সাল ফারুক।

এসময় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন নবগঠিত ঈদগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবু তালেব, উপজেলা ভাইস চেয়ারম্যান আহমদ করিম সিকদার ও ভাইস চেয়ারম্যান কাউসার জাহান জেসমিন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জান্নাত, এবং উপজেলার ইউপি চেয়ারম্যানদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন চবির সাবেক শিক্ষার্থী ও ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইন, জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর তাজ জনি ও ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠানে বক্তারা বলেন, চারপাশে শিক্ষিত মানুষের চেয়ে নৈতিক মানুষের অভাব। বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ভালো শিক্ষার পাশাপাশি ভালো মানুষ হওয়া জরুরি। নবগঠিত এই ঈদগাঁও উপজেলাকে মডেল ও স্মার্ট উপজেলা হিসেবে আগামীতে তোলে ধরতে সকল শিক্ষার্থীদের সহযোগিতাও দরকার বলে মনে করেন বক্তারা। এসময় শিক্ষার্থীদের জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন আগত জনপ্রতিনিধিগণ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সহকারী তথ্য অফিসার ও ঢাবির সাবেক শিক্ষার্থী রাশেদুল হক রাসেল। এছাড়াও সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. সিরাজুল হক ও নওশাদ মাহমুদ উপস্থিত ছিলেন। সংগঠনের উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম শাহীন, তাহের আজাদ, রিদওয়ান ফয়সাল, মামুনুর রশিদ, রাশেদ নুর, খুকুমণি, ফারাবি কায়সার, তারেকুল ইসলাম মারুফ। এছাড়াও কার্যনির্বাহী কমিটির তাহিরুল ইসলাম ফারুক, মোহাম্মদ ফারুক, হুজাইফ মুনতাসির নাহিয়ান, তানভিরুল ইসলাম আবির, আরাফাতুল ইসলাম, মো. শাহজাহান মনির, মোহাম্মদ আনাস ও সাদিয়া সাইরিন শিফা সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়,মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেয় ।

অনুষ্ঠানের শেষাংশে ২০২২-২৩ সেশনে দেশের বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিকৃত কৃতী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক দেয়া হয়। এছাড়াও স্কুল- কলেজের শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের নগদ অর্থ, বই ও ক্রেস্ট প্রদান করা হয়।