বার্তা পরিবেশক

উখিয়া দারোগা বাজার নিবাসী স্বর্গীয় বজেন্দ্র লাল সেনের প্রথম পুত্র বিশিষ্ট ব্যবসায়ী শ্রী সাধন কুমার সেন আর নেই। তিনি মালুমঘাট সহ খ্রিষ্টান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বেলা ১.২৫ মিনিটের এর দিকে পরলোক গমন করেছেন। শুক্রবার রাত ৯ টার দিকে উখিয়া বাজারস্থ মহাশ্মশানে তাঁহার অন্ত্যেষ্টিক্রিয়া সুসম্পন্ন করা হবে।

তাঁহার মৃত্যুতে গভীর শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ উখিয়া উপজেলার সভাপতি স্বপন শর্মা রনি, সাধারণ সম্পাদক মাস্টার রুপন দেওয়ানজী, সহ সভাপতি সাংবাদিক দীপন বিশ্বাস, উখিয়া দারোগা বাজার সনাতনী সম্প্রদায়ের মাস্টার গোপাল চন্দ্র বিশ্বাস, মাস্টার মুকুন্দ প্রসাদ রুদ্র, পরিমল সেন, দুলাল দে, মৃদুল আইচ, সাংবাদিক রতন কান্তি দে, রতন দেওয়ানজী, অ্যাডভোকেট রবীন্দ্র দাশ, সজল কান্তি ধর, মিটু বিশ্বাস, দীপক মল্লিক, দীলিপ মল্লিক, বাদল কর্মকার, কাজল আইচ, ইমন মল্লিক বাবু, লিটন দাশ, আশিস বিশ্বাস, উৎপল বিশ্বাস প্রমুখ।

বিবৃতিদাতারা তাঁহার বিদেহী আত্মার সৎগতি কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।