এইচ এম রুহুল কাদের,চকরিয়া:

ট্রাক্টর দিয়ে মুলা,সষা ক্ষেত,ভেন্ডি ক্ষেত ,মরিচসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৩ একর ফসলি জমি নষ্ট করছে। ফসলি ক্ষেত নষ্ট করার প্রতিবাদ করায় চাষি ও জমির মালিকের উপর হামলা করেছে।এতে শওকতসহ ২-৩জন আহত হয়েছে বলে জানান।

চকরিয়া পৌরসভা ১নং ওয়ার্ড তরচপাড়া সংলগ্ন মাতামুহুরির নদীর চরে এই ন্যাক্কারজনক ঘটনা সংঘটিত হয়েছে বলে জানান স্থানীয়রা।

ভিকটিম ও স্থানীয় সূত্রে জানাজায়, শনিবার(২২জুন) সকাল ১০টার দিকে লক্ষ্যারচর মৌজার আবু তাহেরের আরএস ৫৯৬ নং ও বিএস ৫১,৬০৬, খতিয়ান ৩৭৬১ ও ২১৫২, ৩০২ নং এর অনুকূলে হঠাৎ ট্রাক্টর নামিয়ে প্রায় ৮ খানি জমির উপর চাষ করা ক্ষেত গুড়িয়ে দিয়ে প্রায় দশ লাখ টাকার ক্ষতি করছে সন্ত্রাসীরা ।

কৃষক শওকত আরো জানান,গত ৩মাস পূর্বেও আমার প্রায় ৩খানি বাদাম ক্ষেত নষ্ট করছিল। নষ্ট করা ফসলি ক্ষেতের ক্ষতিপূরণ দাবি করছি।

এঘটনায় একই এলাকার গিয়াস উদ্দিন, তাজ উদ্দিন, আমিন,নয়ন,রাফি,নাজেম সহ ১০-১২জনের বিরুদ্ধে চকরিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ক্ষতিগ্রস্ত জমির মালিক ও কৃষক শওকত। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, বিষয়টি শুনেছি, পুলিশের একটি তদন্ত টিম পাঠিয়েছি, তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। অভিযুক্তদের সাথে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করেও বক্তব্য নেয়া সম্ভব হয়নি।