সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার লালদিঘি পাড়ে বৃক্ষরোপণ করেছে খেলাফত মজলিস।

দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২২ জুন) বাদ আসর বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

এ সময় মজলিসের কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা হাফেজ নুরুল আলম আল মামুন, জেলা শাখার সভাপতি মাওলানা মুফতি আবু মুসা, সহ সভাপতি মাওলানা জুনাইদ মাহমুদ শাহেদ, অধ্যাপক মুহাম্মদ তোহা, হাফেজ শহিদুল্লাহ নাঈম, সহ সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ সিরাজুল মোস্তফা, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা আমিনুল হক, শহর সভাপতি হাফেজ মুহাম্মদ ওমর ফারুক, সাধারণ সম্পাদক মাওলানা আবুজর, মাওলানা জাহেদুল ইসলাম ও রফাত মাহমুদ ইউনুস প্রমুখ উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ শেষে মোনাজাত পরিচালনা করেন লালদীঘি জামে মসজিদের পেশ ইমাম ও খতীব মাওলানা হাফেজ মুহাম্মদ ইউনুস ফরাজী।