পেকুয়া প্রতিনিধি ;
কক্সবাজারের পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছে।
রোববার (২৩ জুন) রাত ৮টায় বানৌজা শেখ হাসিনা সাব মেরিন নৌ ঘাঁটি সড়ক এর পেকুয়া সদর ইউনিয়নের উত্তর গোঁয়াখালী হাসেম ফকির দরগাহ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধ মো. ইসহাক (৭৫) কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ১নং ওয়ার্ডের তৈজার পাড়া এলাকার বাসিন্দা। স্থানীয় বেলাল উদ্দিন জানান,বৃদ্ধ মো. ইসহাক আমার সম্পর্কে নানা হয়, তিনি আমার বাড়িতে বেড়াতে এসেছিলেন। মাগরিবের নামাজের পর রাস্তা পার হওয়ার সময় পেকুয়া বাজার হতে আসা মগনামা মুখি টমটম তাকে ধাক্কা দিলে মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত আহত হয়ে দুর্ঘটনায় স্থলে তিনি মারা যায়।
নিহত বৃদ্ধ মো. ইসহাকের ছেলে কিন্ডারগার্টেন এর শিক্ষক রিয়াজ উদ্দিন বলেন,আমার বাবা পেকুয়ায় ভাতিজীর বাড়িতে বেড়াতে আসছিলেন,তিনি রাস্তা পারাপারের সময় টমটমের ধাক্কায় আহত হয়ে দুর্ঘটনাস্থলে মৃত্যু বরণ করেন । আমি আমার বাবার একমাত্র ছেলে আমার বাবা বয়োবৃদ্ধ লোক আমরা কোন প্রকার মামলা মোকদ্দমা করতে রাজি নয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।