প্রেস বিজ্ঞপ্তি:

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কক্সবাজার জেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। পাবলিক লাইব্রেরী শহীদ দৌলত ময়দান থেকে ভোলাববাবুর পেট্রোল পাম্প, হলিডে মোড হয়ে কক্সবাজার পাবলিক লরাইব্রেরী শহীদ দৌলত ময়দান পর্যন্ত শোভাযাত্রার আয়োজন করা হয়।

শোভাযাত্রায় অংশ নিতে শহরের বিভিন্ন এলাকা থেকে জেলা আ.লীগ পৌর আ.লীগ সদর উপজেলা আওয়ামী লীগ, জেলা মহিলা আওয়ামী লীগ, জেলা কৃষকলীগ, জেলা ছাত্রলীগ, জেলাযুবলীগ,জেলা শ্রমিক লীগ জেলাবঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদ,জেলা আওয়ামী মৎস্যজীবি লীগ, যুব মহিলা লীগ, পৌর যুবলীগ, পৌর ছাত্র লীগ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন, ঢোল, বাঁশি বাদ্য বাদনা মিছিল নিয়ে আসেন। তাদের হাতে জাতীয় ও দলীয় পতাকা ধরা, পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেলের মতো বর্তমান সরকারের নানা উন্নয়ন প্রকল্পের আদলে বানানো প্ল্যাকার্ড ছিলো মিছিলে।

এর আগে পাবলিক লাইব্রেরী শহীদ দৌলত ময়দানে কক্সবাজার জেলা আওয়ামী লীগ নেতারা অবস্থান নেন। অনুষ্ঠানের শুরুতে বেলুন শোভিত প্রতিষ্টাবার্ষিকীর পেস্টন ও পায়রা উডিয়ে ৭৫তম প্রতিষ্টাবার্ষিকী ও প্লাটিনাম জয়ন্তী অনুষ্টানের বন্যাঢ্য র‌্যালী ও শোভাযাত্রার উদ্ধোধন করেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এড. ফরিদুল ইসলাম চৌধুরী ও দলের সাধারন সম্পাদক মুজিবুর রহমান। উদ্ধোধনী অনুষ্টানের শুরুতেউদ্ধোধন বক্তব্যে জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ বলেন,এই উপমহাদেশে একটি রাজনৈতিক দলের ৭৫ বছরপূর্ণ করা একটি বিরলঘটনা। এই ৭৫ বছরে আওয়ামী লীগ ক্ষয়িষ্ণু হয়নি, অস্তিত্বের সঙ্কটে ভোগেননি, বরং ক্রমশ যেন আরও উজ্জ্বল এবং দৃপ্ত হয়ে উঠছে। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এখন অপরিহার্যএকটি নাম। আওয়ামী লীগ গত ৭৫ বছরে বারবার বিভিন্ন সঙ্কট এবং চড়াই উতরাই এর মধ্য দিয়ে গেছে এবং এই প্রতিকূলতা মোকাবিলা করেই আজকের অবস্থানে অটুট রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে গড়া এই রাজনৈতিক দলটি। নেতাদের বক্তব্য শেষে থেকে শুরু হয় শোভাযাত্রা।

এর আগে সকালে রবিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে দলীয় নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান। পরে সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগের প্রয়াত নেতাদের স্মরণে দোয়ামাহফিল অনুষ্টিত হয়।

এ সমগ্র অনুষ্টানে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগ নেতা এথিন রাখাইন, রেজাউল করিম, মাহবুবুল হক মুকুল,এড. রনজিত দাশ,ইঞ্জিনিয়ার বদিউল আলম, এড. তাপস রক্ষিত,ইউনুচ বাঙ্গালী, কাজী মোস্তাক আহমদ শামীম,কাউন্সিলর এম.এ মনজুর, কাউন্সিলর হেলাল উদ্দিন কবির, এ টি এম জিয়া উদ্দিন জিয়া, আমিনুর রশিদ দুলাল, পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম, সাধারন সম্পাদক উজ্জল কর, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এড. ষেয়দ মোহাম্মদ রেজাউর রহমান, নুরুল আজিম কনক, সোহেল আহমদ বাহদুর,কাউন্সিলর সালাউদ্দিন সেতু,জসিম উদ্দিন, মোহাম্মদ মহীদুল্লাহ,আশরাফ উদ্দিন আহমেদ, মির্জাওবাইদ রুমেল, এড,রবিউল এহসান, এড. নুরুল ইসলাম সায়েম, সেলিম নেওয়াজ, মিজানুর রহমান হেলাল, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হামিদা তাহের, জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগ সদস্য ইশতিয়াক আহমদ জয়, জেলা যুবলীগ নেতা জাহিদ ইফতেখার,জেলা শ্রমিক লীগের সভাপতি শফিকুল ইসলাম কালু, সাধারন সম্পাদক শফিউল্লাহ আনসারী, জেলা মৎস্যজীবি লীগের সভাতি আজিজুল হক চৌধুরী, সাধারন সম্পাদক দুলাল কান্তি দাশ, পৌর যুবলীগের সভাপতি ডালিম বডুয়া, সাধারন সম্পাদক শাহেদ এমরান, পৌর ছাত্রলীগের সভাপতি হাসান তারেক প্রমুখ।

প্রসঙ্গত দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল ক্ষমতাসীন আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ (২৩ জুন)। বাঙালির অধিকার ও বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলন-সংগ্রামের ইতিহাসে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আওয়ামী লীগের নাম।

গৌরব উজ্বল ইতিহাস-ঐতিহ্যধারণকারী আওয়ামী লীগ নানা ঘাত-প্রতিঘাত, চড়াই-উৎড়াই ও সুদীর্ঘ আন্দোলন-সংগ্রামের পথ পাড়ি দিয়ে এগিয়ে চলেছে এবং আজকের অবস্থানে এসে দাঁড়িয়েছে।

১৯৪৯ সালের ২৩ জুন পুরনো ঢাকার কেএন দাস লেনের রোজ গার্ডেনে আওয়ামী মুসলিম লীগ নাম নিয়ে দলটির প্রতিষ্ঠা হয়। তখন মুসলিম লীগের নেতাকর্মীদের একটি অংশ বেরিয়ে গিয়ে রাজনৈতিক কর্মী সম্মেলনের মাধ্যমে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ নামে নতুন এ দল গঠন করেন।