স্টাফ রিপোর্টার,পেকুয়া

বর্ণাঢ্য আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে পেকুয়ায় আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী প্লাটিনাম জয়ন্তী উদ্‌যাপন করা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, পবিত্র খতমে কোরআন, দোয়া মাহফিল, মোনাজাত, শোভাযাত্রা, উপজেলা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, নীরবতা পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

রোববার (২৩ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত পেকুয়া উপজেলা আ.লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নেতাকর্মীরা কর্মসূচিগুলো পালন করে।

মৎস্যজীবী লীগ নেতা বেলাল উদ্দিন মিয়াজীর পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে সদর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোছাইনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা আ.লীগের সহসভাপতি রাজাখালী ইউপির চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার।

প্রধান অতিথির বক্তব্য রাখেন, পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলম।

বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের সহসভাপতি মহিউদ্দিন বাবর মুকুল, মগনামা ইউপির চেয়ারম্যান ইউনুছ চৌধুরী, উজানটিয়ায় চেয়ারম্যান তোফাজ্জল করিম, সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম চৌধুরী, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক জোবাইদুল্লাহ লিটন, টৈটং ইউনিয়ন আ.লীগের সভাপতি সরওয়ার কামাল চৌধুরী, বারবাকিয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি আবুল হোছাইন শামা, শিলখালী ইউনিয়ন আ.লীগের সভাপতি আসাদুজ্জামান চৌধুরী, উপজেলা তাঁতীলীগের সভাপতি জায়েদ মোর্শেদ, বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি শহিদুল ইসলাম হিরু, কৃষকলীগের সভাপতি শহিদুল ইসলাম শাহেদ, ছাত্রলীগের সাবেক সভাপতি স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহ্বায়ক কপিল উদ্দিন বাহাদুর।

আরো উপস্থিত ছিলেন, প্রবীণ আ.লীগ নেতা নুরুল ইসলাম বিএসসি, বারবাকিয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক কামাল হোছাইন, আ.লীগ নেতা আবু তাহের মাতবর, মমতাজুল ইসলাম, আমিরুল খোরশেদ চৌধুরী, আলী হোছাইন, মোহাম্মদ ইসমাঈল, মনছুর আলম নানক ও ফারুক আজাদ।