হ্যাপী করিম, মহেশখালী।
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মহেশখালীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ জুন) বিকেলে উপজেলা দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে র্যালিটি পৌর শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরে দলীয় কার্যালয়ের মাঠে শেষ হয়।
র্যালিতে জেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য ও পৌর আওয়ামী লীগের সভাপতি মেয়র মকসুদ মিয়া এবং সাধারণ সম্পাদক এম রফিকুল ইসলামের নেতৃত্ব দেন।
এছাড়া দলের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে রোববার (২৩ জুন) বিকেল ৪টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মহাসমাবেশের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা, বর্ষীয়ান নেতা, বীর মুক্তিযোদ্ধা ডা. নুরুল আমিন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি এম আজিজুর রহমান বিএ, মাস্টার রুহুল আমিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ছালেহ আহমদ, উপজেলা আওয়ামী লীগ নেতা এড আবু তালেব, মোস্তফা আনোয়ার চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মাস্টার লিয়াকত আলী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক নাছির উদ্দীন’ সহ উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ নেতারা অংশগ্রহণ করেন।