প্রেস বিজ্ঞপ্তি:
স্বপ্ন দেখো-জীবন গড়ো-এই শ্লোগানে এবারও কক্সবাজার থেকে ২০২৪ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিচ্ছে দেশের শীর্ষ দৈনিক পত্রিকা প্রথম আলো। পৃষ্ঠপোষকতায় শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’। আগামীকাল ২৫ জুন সকাল সাড়ে আটটা থেকে শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বায়তুশশরফ জব্বারিয়া একাডেমী স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই উৎসব হবে। উৎসবে উপস্থিত থাকবেন দেশের জনপ্রিয় কথা সাহিত্যিক ও প্রথম আলো ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক। গান গাইবেন জনপ্রিয় সংগীতশিল্পী ডি রকষ্টার শুভসহ অনেকে।
অন্যান্য বছরের ন্যায় সারাদেশে অর্থাৎ দেশের ৬৪ জেলাতে প্রথম আলোর আয়োজনে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হচ্ছে। আগামীকাল উদ্বোধনী উৎসব শুরু হচ্ছে কক্সবাজার থেকেই।
সংবর্ধনায় অংশ নিতে হলে কৃতীদের অবশ্যই অনলাইন নিবন্ধন করতে হবে। ইতিমধ্যে ৬০০ জনের বেশি শিক্ষার্থীর নিবন্ধন সম্পন্ন হয়েছে। অবশিষ্টদের আজকের মধ্যেই নিবন্ধন শেষ করতে হবে।
এবার কক্সবাজার জেলা থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৭৫৭ জন। এর মধ্যে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩০১ জন।
সংবর্ধনায় অংশগ্রহণকারীরা পাচ্ছেন-ক্রেস্ট, ডিজিটাল সার্টিফিকেট,শিখোর পক্ষ থেকে ১৫ লাখ টাকা সমমূল্যের পুরস্কার, ফ্রেশ ব্র্যান্ডের স্ন্যাকস, সানকুইকের ফ্রুট জুস, প্রথম আলো ই-পেপার ৩ মাসের ফ্রি সাবক্রিপশন, প্রথমা প্রকাশনের বিক্রয়কেন্দ্রে প্রথমা ও প্র-প্রকাশনের প্রকাশিত বাইয়ে ৩০ শতাংশ ছাড়, প্রথমা ডটকমে অনলাইনে বই অর্ডারে সর্বোচ্চ ৪০ শতাংশ পযন্ত ছাড়, কিশোর আলো ও বিজ্ঞানচিন্তার ৬ মাসের প্রিন্ট ভার্সনের সাবক্রিপশনে বিশেষ ছাড়ে কোনো প্রকার ডেলিভারি চার্জ ছাড়া এবং ১টি আকর্ষণীয় চাবির রিং ।
জিপিএ-৫ সংবর্ধনা সফল ও সুন্দরভাবে সম্পন্ন করতে প্রস্তুত প্রথম আলো বন্ধুসভার বিশাল কর্মীবাহিনী। সংবর্ধনার দিন সকালে সবার হাতে হাতে খাবার, উপহারসামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি পুরো অনুষ্ঠান সামলাবেন বন্ধুসভার সদস্যরা।
উৎসবে অদম্য মেধাবী, সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত কৃতী শিক্ষার্থী, আলোকিত শিক্ষক, সচেতন অভিভাবক, বাল্যবিবাহ প্রতিরোধযোদ্ধা নারী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্টানের সেরা ১০ জন গুণী শিক্ষককে সংবর্ধিত করা হবে। চলবে কৃতী শিক্ষার্থী-শিক্ষকদের স্মৃতিচারণ-কথামালা, অতিথি শিল্পী, প্রথম আলো বন্ধুসভা ও কৃতী শিক্ষার্থীদের পরিবেশনায় দলীয় ও একক নৃত্য-গান, আবৃত্তি-সাংস্কৃতিক অনুষ্টানও।
নিবন্ধন করতে ভিজিট করো-
https://www.gpa5reception.com/
বিস্তারিত জানতে হলে
#prothomalo
#ShikhoBangladesh
#GPA5Celebration
জরুরি প্রয়োজনেঃ
আব্দুল কুদ্দুস রানা-০১৭১৩-১০৩৮৭৬