বিশেষ প্রতিবেদক:
কক্সবাজার সদরের চৌফলদন্ডী এলাকা থেকে আনসার আল ইসলাম নামক সংগঠনের তিন সদস্যকে আটক করেছে র্যাব।
তারা হলেন, জামালপুরের ইসলামপুরের বাসিন্দা আবদুল ওয়াহাবের ছেলে মো. জাকারিয়া মন্ডল (১৯), ভোলা বোরহান উদ্দিনের মো. নুরুল আমিনের ছেল মো. নিয়ামত উল্লাহ (২১) ও ফেনি সোনাগাজির ইদ্রিস আলীর ছেলে ওজায়ের (১৯)।
বৃহস্পতিবার (২৭ জুন) রাতে তাদের আটক করা হয়।
র্যাব জানিয়েছে তাদের নিকট থেকে বেশ কিছু উগ্রবাদী পুস্তিকা, বিষ্ফোরক তৈরির ম্যানুয়েল বই, ডায়েরি, লিফলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা পরিচয়পত্র থেকে জানা গেছে, মো. নিয়ামত উল্লাহ ও ওজায়ের চট্টগ্রামের পটিয়া মাদরাসার ছাত্র।
শুক্রবার (২৮ জুন) দুপুর ১২টার দিকে র্যাব-১৫ এর কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম।
তিনি বলেন, নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলাম তাদের মতাদর্শী ‘আশ- শাহাদাত’ নামে নতুন জঙ্গি গ্রুপ তৈরি করে সদস্য সংগ্রহের কাজ চালাচ্ছে। বর্তমানের সংগঠনটির সদস্য সংখ্যা ৮৫ থেকে ১০০। গ্রুপটির উদ্ভাবক মিয়ানমারের নাগরিকে হাবিবুল্লাহ ও কথিত আমির সালাহউদ্দিন। তারা বাংলাদেশে শাখা সংগঠন হিসেবে কাজ করছে। টার্গেটভুক্ত সদস্যদের সঙ্গে বিশেষ সাক্ষাৎ করতে এই তিনজন কক্সবাজারে এসেছিলেন।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।