মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
# সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন : এডিসি (শিক্ষা)
# এইচএসসি পরীক্ষার্থী : ১৩৫২৮
# আলিম পরীক্ষার্থী : ১৯৬৬
# ভোকেশনাল পরীক্ষার্থী : ১০০৪
দেশের দ্বিতীয় বৃহত্তম পাবলিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি ও সমমানের পরীক্ষা রোববার (৩০ জুন) শুরু হচ্ছে। বন্যার কারণে শুধুমাত্র সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে কেন্দ্র গুলোতে ৩০ জুনের পরিবর্তে আগামী ৯ জুলাই পরীক্ষা শুরু হবে।
কক্সবাজারে মোট ৩৫ টি পরীক্ষা কেন্দ্রে এবার এইচএসসি ও সমমানের পরীক্ষার্থী রয়েছে মোট ১৬ হাজার ৪৯৮ জন। তারমধ্যে, এইচএসসি পরীক্ষার্থী ১৩ হাজার ৫২৮ জন, আলিম পরীক্ষার্থী ১ হাজার ৯৬৬ জন এবং ভোকেশনাল/বিএম পরীক্ষার্থী ১ হাজার ৪ জন।
কক্সবাজার জেলার ৩৫ টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে এইচএসসি পরীক্ষা কেন্দ্র ১৮ টি, আলিম পরীক্ষা কেন্দ্র ৯ টি এবং ভোকেশনাল, বিএম (বিজনেস ম্যানেজমেন্ট) পরীক্ষা কেন্দ্র ৮টি। জেলার ৩৫ টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে কক্সবাজার সিটি কলেজ কেন্দ্রে সর্বোচ্চ সংখ্যক মোট ১ হাজার ৪৭৪ জন পরীক্ষার্থী রয়েছে। তারমধ্যে, এইচএসসি পরীক্ষার্থী ১ হাজার ২৪৭ জন এবং এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার্থী ২২৭ জন। সর্বনিন্ম সংখ্যক ৬০ জন পরীক্ষার্থী রয়েছে কুতুবদিয়া টেকনিক্যাল এন্ড বিএম কলেজে।
কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপ্তি চাকমা জানিয়েছেন, রোববার (৩০ জুন) সকাল ১০ থেকে কক্সবাজার জেলার ৩৫টি এইচএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করতে প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সকল পরীক্ষা কেন্দ্রের ৩ শত গজ দুরত্বের মধ্যে পরীক্ষা চলাকালে ১৪৪ ধারা জারী থাকবে। কক্সবাজার সদরের পরীক্ষা কেন্দ্র গুলোতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, সদর উপজেলার ইউএনও এবং সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন। জেলার অন্যান্য উপজেলা সমুহের পরীক্ষা কেন্দ্র গুলোতে ইউএনও এবং সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন। এছাড়া, জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা ও আইসিটি শাখায় পরীক্ষা চলাকালে নিয়ন্ত্রণ কক্ষ খোলা থাকবে। সর্বোচ্চ নিরাপত্তার জন্য কেন্দ্র গুলোতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন থাকবে।
এডিসি (শিক্ষা ও আইসিটি) তাপ্তি চাকমা আরো জানান, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা গ্রহনের জন্য কেন্দ্র প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জেলা ও উপজেলা প্রশাসনের প্রতিনিধি, শিক্ষা বিভাগের প্রতিনিধি, নিরাপত্তা বাহিনীর প্রতিনিধি সহ সংশ্লিষ্ট সকলকে নিয়ে সমন্বয় সভা করা হয়েছে। রুটিনে সকালে পরীক্ষা থাকলে প্রশ্নপত্র সকালে এবং বিকেলে পরীক্ষা থাকলে দুপুরে প্রশ্নপত্র পরীক্ষা কেন্দ্রে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন থেকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে পরীক্ষা কেন্দ্রে পাঠানো হবে। তিনি আরো জানান, জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান সহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা রোববার সকালে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন। তাছাড়া, সকল শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের মাঝে ইতিমধ্যে প্রবেশপত্র বিতরণ সম্পন্ন হয়েছে।
কক্সবাজার জেলা প্রশাসনের শিক্ষা ও আইসিটি শাখা থেকে পাওয়া তথ্য মতে, কক্সবাজার জেলার ১৮ টি এইচএসসি পরীক্ষা কেন্দ্রের মধ্যে, কক্সবাজার সরকারি কলেজে ১ হাজার ৩৫০ জন, কক্সবাজার সরকারি মহিলা কলেজে ১ হাজার ৪৪০ জন, ঈদগাহ রশিদ আহমদ কলেজে ১ হাজার ৩৭ জন, কক্সবাজার সিটি কলেজে ১ হাজার ২৪৭জন, রামু সরকারি কলেজে ৫০৭ জন, চকরিয়া সরকারি কলেজে ৫৯৫ জন, বদরখালী কলোনীজেশন উচ্চ বিদ্যালয়ে ২৯৫ জন, চকরিয়া সিটি কলেজে ৪৫২ জন, চকরিয়া মহিলা আবাসিক কলেজে ৪৭৫ জন, ডুলাহাজারা উচ্চ বিদ্যালয়ে ৬৭০ জন, পেকুয়া শহীদ জিয়া বি. এম. ইউ. আই’তে ৮৬৩ জন, কুতুবদিয়া সরকারি কলেজে ৮১৮ জন, মহেশখালী কলেজে ৬১০ জন, মহেশখালী সরকারি বঙ্গবন্ধু মহিলা কলেজে ৫৮৬ জন, উখিয়া কলেজে ৮২০ জন, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজে ৭৭৬ জন, টেকনাফ এজাহার বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬৬৮ জন ও হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩১৯ জন পরীক্ষার্থী রয়েছে।
আলিম পরীক্ষায় কক্সবাজার হাশেমিয়া কামিল মাদ্রাসায় ২৩৫ জন, কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসায় ৩৯১ জন, চকরিয়া আনোয়ারুল উলুম মাদ্রাসায় ৪৬৪ জন, মহেশখালী পুটিবিলা ফাযিল মাদ্রাসায় ১৮১ জন, টেকনাফ রঙ্গীখালী ফাযিল মাদ্রাসায় ১৪৪ জন, পেকুয়া আনোয়ারুল উলুম মাদ্রাসার ১৯০ জন, উখিয়ায় রাজাপালং কামিল মাদ্রাসায় ১৬৪ জন, রামু’র মেরংলোয়া রহমানিয়া আলিম মাদ্রাসায় ১১৪ জন ও কুতুবদিয়া বডঘোপ মাদ্রাসায় ৮৩ জন পরীক্ষার্থী রয়েছে।
এইচএসসি (বিএম)/এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় কক্সবাজার সিটি কলেজে ২২৭ জন, কক্সবাজার টেকনিক্যাল স্থূল এন্ড কলেজে ৮৬ জন, রামু সরকারি কলেজে ১৬০ জন, উখিয়া নুরুল ইসলাম বি. এম টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ৮২ জন, মহেশখালী আলমগীর ফরিদ টেকনিক্যাল এন্ড ম্যানেজমেন্ট কলেজে ৮৪ জন, উখিয়া কলেজে ১৫৭ জন, পেকুয়া শহীদ জিয়া বি এম আই তে ১৪৮ জন ও কুতুবদিয়া টেকনিক্যাল এন্ড বিএম কলেজে ৬০ জন পরীক্ষার্থী রয়েছে।
পরীক্ষার রুটিন অনুযায়ী রোববার (৩০ জুন) এইচএসসি-তে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, আলিমে কুরআন এবং বিএম/ভোকেশনাল এ বাংলা-২ বিষয়ের পরীক্ষা গ্রহণ করা হবে। প্রতিটি বিষয়ের পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু হয়ে শেষ হবে বেলা ১টায়। কোনো কোনো পরীক্ষা বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত চলবে। লিখিত পরীক্ষা শেষ হবে আগামী ১১ আগস্ট। ব্যবহারিক পরীক্ষা ১২ আগস্ট থেকে ২১ আগস্টের মধ্যে শেষ করতে হবে।
এদিকে, কক্সবাজারের সর্বোচ্চ সংখ্যক পরীক্ষার্থীর কেন্দ্র কক্সবাজার সিটি কলেজ কেন্দ্রের অধ্যক্ষ ক্য থিং অং জানিয়েছেন, এ কেন্দ্রে নিরাপত্তার সাথে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। ইতিমধ্যে পরীক্ষার্থীদের আসনবিন্যাস করে সিটপ্ল্যান দৃশ্যমান করে টাঙ্গিয়ে দোওয়া হয়েছে। পরীক্ষার্থীরা শনিবারেই সিটপ্ল্যান জেনে নিতে পারবেন। সকাল ৯ টায় পরীক্ষা কেন্দ্র খুলে দেওয়া হবে। সকাল সাড়ে ৯ টার মধ্যে পরীক্ষার্থীদের নিজ নিজ আসন গ্রহণ করার জন্য তিনি আহবান জানিয়েছেন। সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহনে প্রশাসন, পরীক্ষার্থী, অভিভাবক, নিরাপত্তা রক্ষাকারী বাহিনী, নির্বাহী ম্যাজিস্ট্রেট, শিক্ষক সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন দক্ষিণ চট্টগ্রামের সর্ববৃহৎ উচ্চতর বিদ্যাপীঠ কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ ক্য থিং অং।