পেকুয়া প্রতিনিধি ;

পেকুয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সিএনজি শ্রমিকদের দু’গ্রুপের গুলাগুলি ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৮ জুন) বিকেল সাড়ে ৩ টায় উপজেলার পেকুয়া বাজার এ ঘটনা ঘটে।

সংঘর্ষ চলাকালে দু’গ্রুপের গুলাগুলি ও ইটপাটকেল নিক্ষেপ করায় যান চলাচল ও দোকানপাট বন্ধ হয়ে যায়। এতে পথচারীসহ বেশ কয়েক জন আহত হয়।

সিএনজি স্টেশন দখলকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার নিয়ে নাছির গ্রুপ ও রফিক গ্রুপের লোকজন পেকুয়া বাজারে এঘটনা ঘটিয়েছে।

এসময় কুলিং কর্ণার,সেলুন দোকান ও জয়নাল নামে একজনের বসতবাড়িতে হামলা ও ভাঙচুর চালায়।

সংঘর্ষের খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।