মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
# দ্রুততম সময়ে পৌরসভার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর
# কলাতলী প্লটে আয়বর্ধক প্রকল্প নেওয়ার নির্দেশ
# প্রধানমন্ত্রীর প্রতি মেয়রের কৃতজ্ঞতা
কক্সবাজার শহর উন্নয়নের মহাপরিকল্পনার প্রয়োজনীয় কাগজপত্রের ফাইল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দিয়েছেন মেয়র মাহবুবুর রহমান চৌধুরী। গত বৃহস্পতিবার (২৭ জুন) রাতে জাতীয় সংসদে সংসদ নেত্রীর কার্যালয়ে মেয়র মাহবুবুর রহমান চৌধুরী উন্নয়নের মহাপরিকল্পনার ফাইল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। কক্সবাজার পৌরসভাকে আধুনিক ও স্মার্ট পৌরসভায় রূপান্তরের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে উন্নয়ন প্রকল্পের মহাপরিকল্পনার কাগজপত্রের ফাইল তুলে দেন বলে জানান, কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী।
মেয়র আরো জানান, কক্সবাজার পৌরসভার ব্যবস্থাপনায় শহরের কবিতা চত্বর সংলগ্ন শেখ রাসেল শিশু পার্কের ভিত্তি প্রস্তর স্থাপন, পৌরসভার গাড়ি পার্কিংয়ের জন্য জমি বরাদ্দ করা, বঙ্গবন্ধু বোটানিক্যাল গার্ডেন নির্মাণ সহ আরো বেশ কিছু জন গুরুত্বসম্পন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে। জমি বরাদ্দ ও উন্নয়ন প্রকল্প গুলো ক্রমান্বয়ে দ্রুততম সময়ে বাস্তবায়নে প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন বলে জানান, মেয়র মাহবুবুর রহমান চৌধুরী।
এসময় কক্সবাজারের কলাতলীতে বাতিল হওয়া সরকারি প্লটে পর্যটকদের বিনোদনের লক্ষ্যে নান্দনিক, দর্শনীয় ও আয়বর্ধক প্রকল্প নেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার পৌর মেয়রকে নির্দেশনা দেন। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ ও কক্সবাজার জেলা প্রশাসনের সাথে কক্সবাজার পৌরসভাকে সমন্বয় করে এ উদ্যোগ বাস্তবায়ন করতে বলেন প্রধানমন্ত্রী। তিনি আরো জানান, প্রায় ৫৫ মিনিট স্থায়ী প্রধানমন্ত্রীর সাথে এ সাক্ষাতে প্রধানমন্ত্রী কক্সবাজার জেলার সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা এবং বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মূল্যবান সময় দিয়ে কক্সবাজার পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের ফাইল গ্রহণ করে সেগুলো বাস্তবায়ন নিয়ে ফলপ্রসু আলোচনা করায় কক্সবাজার পৌরসভার কাংখিত, টেকসই ও পরিকল্পিত উন্নয়নের ব্যাপারে মেয়র মাহবুবুর রহমান চৌধুরী দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন। এজন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান এবং জাতীয় সংসদ এর হুইপ সাইমুম সরওয়ার কমলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমলের নেতৃত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতের সময় অন্যান্যের মধ্যে কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুল হক মার্শাল, কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার, ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা রুমানা আক্তার, রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ সিকদার, কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান, খুরুস্কুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান ছিদ্দিকী, ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন, পিএমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল্লাহ, চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, কক্সবাজার জেলা পরিষদের সাবেক সদস্য ও সিটি কলেজ গভর্নিং বডির সদস্য নুরুল হক, সাবেক ছাত্রনেতা কামাল উদ্দিন রহমান পেয়ারু প্রমুখ উপস্থিত ছিলেন।
হুইপ সাইমুম সরওয়ার কমলের নেতৃত্বে উল্লেখিত
নেতৃবৃন্দ শুক্রবার (২৮ জুন) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিতে পুষ্প স্তবক অর্পন করে সমাধি জেয়ারত এবং ফাতেহা পাঠ করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।