আব্দুস সালাম, টেকনাফ:
টেকনাফে একটি বিদেশি জি-থ্রী রাইফেলস, দুটি ম্যাগজিন ও ৫০রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ। এসময় মোঃ হেলাল উদ্দিন (২৫) নামে এক যুবককে আটক করা হয়।
তিনি রামু উপজেলার পূর্ব জুমছড়ি (গর্জনিয়া) এলাকার মনির আহম্মদের ছেলে।
সোমবার (১ জুলাই) বিকেলে টেকনাফ মডেল থানার হল রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি।
তিনি বলেন, সোমবার সকালে তারই নেতৃত্বে থানার বিশেষ চৌকস একটি টিম অস্ত্র-গুলি উদ্ধারের সুদীর্ঘ ৭২ঘন্টা ব্যাপী সাঁড়াশি অভিযান চালায়। এসময় টেকনাফ পৌরসভাস্থ ঝর্ণা চত্ত্বর সংলগ্ন আল করম মসজিদের সামনে পাকা রাস্তার উপর বিশেষ চেকপোস্টে তল্লাশিকালীন এক যুবককে সুপারি বস্তাসহ আটক করতে সক্ষম হয়। অপর এক সহযোগী কৌশলে পালিয়ে যায়। পরে তার হেফাজতে থাকা সুপারির বস্তা তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় সিলিং যুক্ত প্লাস্টিকের বাটসহ একটি বিদেশি জি-থ্রী রাইফেলস,দুইটি ম্যাগজিন ও ৫০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
ধৃতকে জিজ্ঞাসাবাদে তিনি উদ্ধারকৃত রাইফেলস,গুলির বিষয়ে কোন সদুত্তর দিতে পারে নাই। ধৃত ও পলাতক আসামি থানা এলাকাসহ কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র-গুলি কেনাবেচাসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমের সাথে সম্পৃক্ত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তারা বিভিন্ন ধরণের অপরাধ মূলক কর্মকান্ড সংঘটনের উদ্দেশ্যে বর্ণিত অস্ত্র-গুলি নিজ হেফাজতে রাখেন।
এই ব্যাপারে টেকনাফ মডেল থানায় একটি অস্ত্র আইনে মামলা রুজু করে আটক আসামিকে আদালতে পাঠানো প্রক্রিয়াধীন রয়েছে।
ব্রিফিংকালে টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।