সংবাদদাতা:
উখিয়া উপজেলার জালিয়াপালং জুম্মা পাড়া সড়কের বেহালবঅবস্থা হয়েছে। টানা বৃষ্টিতে উক্ত সড়কের কয়েকটি অংশে বিলীন হয়ে যাওয়ায় সড়ক যোগাযোগ বন্ধের উপক্রম হয়েছে। দুর্ভোগে পড়েছে স্কুলগামী শিক্ষার্থী থেকে শুরু করে সর্বস্তরের জনসাধারণ। সড়কটি অনতিবিলম্বের সংস্কার করা না হলে চরম দুর্ভোগে পড়বে সোনাইছড়ি জুম্মাপাড়া ও চাককাটাসহ তিনটি গ্রামের বিশ হাজার জনসাধারণ।
স্থানীয় শিক্ষাবিদ বশির আহমেদ জানান – টানা বৃষ্টিতে জালিয়াপালং এর জুম্মাপাড়া আব্দুর রহমান বদি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সোনাইছড়ি পর্যন্ত ২ কিলোমিটার সড়ক চরম ক্ষতিগ্রস্ত হয়েছে। উক্ত সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। প্রতিদিন উক্ত ইউনিয়নের দুই নম্বর ও চার নম্বর ওয়ার্ডের জনসাধারণ স্কুলগামী শিক্ষার্থী ও নানা পেশাজীবি চলাচল করে থাকে। সড়কটির কয়েকটি অংশ বিলীন হয়ে যাওয়ায় জুম্মাপাড়া থেকে স্কুলগামী বিশেষ করে জালিয়া পালং উচ্চ বিদ্যালয়, জালিয়া পালং বালিকা দাখিল মাদ্রাসা, বায়তুশ শরফ জামে মসজিদের মুসল্লিগণ এবং কবরস্থানের লাশ দাফন করার জন্য চলাচলগামী লোকজন চরম বিপাকে পড়েছে। সড়কটি সংস্কারের উদ্যোগ না নেওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। কিছু অংশে এলজিইডি কর্তৃক ইটের দ্বারা উন্নয়ন হলেও বর্ষায় বৃষ্টির পানিতে ইটের অংশ জমিতে নেমে পড়েছে। ফলে উক্ত সড়কে দুই চারটি অংশে ভাঙ্গনদেখা দেয়। ফলে সড়কের অস্তিত্ব বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।
উল্লেখ্য, দুই নাম্বার ওয়ার্ডের চাককাটা গ্রামের সড়কটির দীর্ঘ ৩০ বছর যাবত কোন উন্নয়ন করা হয়নি। ৪ নম্বর ওয়ার্ডের কিছু অংশে ইট বসানো হলেও চলতি বর্ষায় মাটি সরে যাওয়ার কারণে সড়কটি চরম ক্ষতি হয়েছে। স্থানীয় জনসাধারণের দাবী সড়কটির দুই কিলোমিটার অংশ অনতিবিলম্বে সংস্কার করা না হলে চরম বিপাকে পড়বে স্কুল, মাদ্রাসাগামি শিক্ষার্থী থেকে শুরু করে সর্বস্তরের জনসাধারণ। সড়কটি সংস্কারের জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও সংসদ সদস্যের প্রতি অনুরোধ জানিয়েছেন দুর্ভোগে পতিত জনসাধারণ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।