সংবাদ বিজ্ঞপ্তি:
দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখন্ডতা রক্ষার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় প্রতিবছরের ন্যায় এই বছরও গ্রীষ্মকালীন প্রশিক্ষণ-২০২৪ চলাকালীন সময়ে ১০ পদাতিক ডিভিশনের উদ্যোগে নাইক্ষংছড়ি, উখিয়া এবং ঈদগাঁও-ডুলাহাজারা এলাকার স্থানীয় দুস্থ ও অসহায় জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ০৭ জুলাই ২০২৪ তারিখ সারাদিন ব্যাপী পরিচালিত এই কর্মকান্ডে উপস্থিত সেনাকর্মকতাগণ বলেন, প্রতি বছরই বাংলাদেশ সেনাবাহিনী দুস্থ ও অসহায়দের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণসহ নানা জনকল্যাণমূলক কাজ করে থাকে। এবছরও তার অংশ হিসাবে দায়িত্বপূর্ণ এলাকার প্রত্যন্ত অঞ্চলের ১৫০০ জন দুস্থ, বয়স্ক, নারী, শিশু ও অসহায় জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। এছাড়াও দায়িত্বপূর্ণ এলাকায় স্কুল কলেজের শিক্ষার্থীর মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ, ধর্মীয় প্রতিষ্ঠান সমূহের জন্য বিভিন্ন দ্রব্য সামগ্রী বরাদ্দ ইত্যাদি কর্মকান্ড পরিচালিত হয়েছে। “সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে” এই মূলমন্ত্রে দিক্ষিত বাংলাদেশ সেনাবাহিনী আগামীতেও এ সেবামূলক কর্মকান্ড অব্যাহত রাখবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।