সংবাদ বিজ্ঞপ্তি
কক্সবাজার কেন্দ্রীয় বাসটার্মিনাল সংলগ্ন নাপ্পাঞ্জা পাড়ার ঐতিহ্যবাহী দ্বীনিশিক্ষা প্রতিষ্ঠান হযরত আবুবকর ছিদ্দিক (রা) নূরানী একাডেমির নিজস্ব জায়গায় মাটি ভরাটের কার্যক্রম শুরু হয়েছে।

১৭ ডিসেম্বর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নাপ্পাঞ্জা পাড়া বায়তুন নূর জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ আবুল ফয়েজ আনছারী, প্রতিষ্ঠাতা সভাপতি হাফেজ আব্দুল জব্বার, হাফেজ আনোয়ার, সমাজ কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম।

উপস্থিত ছিলেন- নূরানী কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম,অর্থ সম্পাদক মোঃ আলম, আব্দুর রহমান, মোঃ কামাল হোসেন, নেয়ামত উল্লাহ, মোঃ নাছির, মোঃ ইলিয়াস, দেলোয়ার হোসেন, হাফেজ ইসমাঈল, আব্দুস ছালাম মিয়াজী, হামিদ হোসেন, মঞ্জুর আলম, রমজান আলী, মামুনুর রশীদ মামুন, আবেদুল হাসান, ফাহিম মুনতাসীর শোভন, আব্দুল মান্নান জিকু প্রমুখ।

পরিশেষে প্রতিষ্ঠাতা হাফেজ আব্দুল জব্বার বলেন, যারা নূরানী একাডেমিতে চলাচলের রাস্তা দিয়ে সহযোগিতা করেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। সবাইকে নূরানী একাডেমির জায়গা ক্রয়ে (রেজিষ্ট্রির) ও ভবণ নির্মানে সহযোগিতা করার জন্য অনুরোধ করেছেন।

একাউন্ট নামঃ
হযরত আবু বকর(রা) ছিদ্দিক নূরানী একাডেমি।
একাউন্ট নাম্বারঃ ২০৫০১১৬০২০৬৪১৫৫১৭.
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, কক্সবাজার শাখা।