শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া প্রতিনিধি:
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা শাখার স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের উদ্যােগে দুটি মাদ্রাসায় কোরআন শরীফ আমপারা ও কায়দা বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৭ ডিসেম্বর) সকাল ১১ টায় বড়ঘোপ ইউনিয়নের ফকিরা মসজিদ সংলগ্ন ফোরকানিয়া মাদ্রাসা ও গোলদার পাড়া ফোরকানিয়া মাদ্রাসায় পৃথকভাবে ১৮ টি কোরআন শরীফ, ২০ টি আমপারা ও কায়দা বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন কুতুবদিয়া শাখার আহবায়ক ইমতিয়াজ উদ্দিন জিল্লু এবং যুগ্ন সচিব হামিদুর রহমানসহ স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের সদস্যরা।
উল্লেখ, এ স্বেচ্ছাসেবী সংগঠন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদিত এবং জয়বাংলা ইয়ুথ এওয়ার্ড ২০১৮ প্রাপ্ত। সারাদেশে ৩২টি শাখা ও ১৭টি প্রজেক্টের মাধ্যমে মানবতার কাজ করছে এই স্বপ্নযাত্রী ফাউন্ডেশন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।