মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
অবাধ তথ্য প্রবাহের যুগে এখনকার সাংবাদিকেরা যাতে আধুনিক তথ্য প্রযুক্তির সাথে নিজেদের অভ্যস্থ করে তুলতে পারে, বিশ্ব বাতায়নের সাথে এগিয়ে নিতে পারে, সেজন্য কক্সবাজারের সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে UNHCR প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।
কক্সবাজার প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে
জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক সংস্থা UNHCR বাংলাদেশ মিশনের প্রধান যোগাযোগ কর্মকর্তা মিস রিগেনা ডেলা পরতিয়ার মতবিনিময়কালে একথা বলেন। সোমবার ২০ ডিসেম্বর কক্সবাজার শহরের অভিজাত একটি হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময়ের সময় কক্সবাজার প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ মিস রিগেনা ডেলা পরতিয়ার এর সাথে পারস্পরিক খোলামেলা মতবিনিময় করেন।
UNHCR কর্মকর্তা মিস রিগেনা ডেলা পরতিয়ার এসময় আরো বলেন, রোহিঙ্গা শরনার্থী ব্যবস্থাপনায় কক্সবাজারের সাংবাদিকেরা গণমাধ্যমে সবসময় ইতিবাচক ও গঠনমূলক তথ্য পরিবেশন করে আসছে। যা নিঃসন্দেহে প্রশংসনীয়। ফলে বাংলাদেশ সরকার ও এদেশের মানুষ বিশ্বে একটি মানবিক দেশ ও মানুষ হিসাবে পরিচিতি লাভ করেছে।
মতবিনিময়ের সময় কক্সবাজার প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, দৈনিক কালেরকন্ঠের বিশেষ প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক তোফায়েল আহমদ, বিএফইউজে-এর নেতা এডভোকেট আয়াছুর রহমান, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, দৈনিক প্রথম আলো’র কক্সবাজার প্রতিনিধি আবদুল কুদ্দুস রানা, এটিএন বাংলার কক্সবাজার প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিল, কক্সবাজার প্রেসক্লাবের কর্মকর্তা দীপক শর্মা দীপু, সাংবাদিক চঞ্চল দাশ গুপ্ত, UNHCR কক্সবাজার অফিসের জ্যেষ্ঠ কর্মকর্তা ইফতেখার উদ্দিন বায়েজিদ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, UNHCR এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।