নুরুল আমিন হেলালী :
পর্যটন নগরী কক্সবাজারে শীতের শুরুতেই শহরের ফুটপাতে শীতের গরম কাপড় কেনাকাটার ধুম পড়েছে। বিশেষ করে কম মূল্যে এসব পোশাক কেনার জন্য ভিড় করছেন নিম্ন ও মধ্য আয়ের মানুষজন।

বুধবার (২২ নভেম্বর) সরেজমিনে শহরের হকার মার্কেট, পান বাজার রোড় ও লাল দিঘির পাড় এলাকা ঘুরে দেখা যায়, ভাসমান দোকানগুলোতে শিশু, নারী, পুরুষসহ সব বয়সের মানুষের শীতের পোশাকের পসরা সাজিয়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। আর এতে শীত নিবারনের জন্য পছন্দের পোশাক কিনতে ভিড় জমিয়েছেন শীতার্ত মানুষ।
দোকানীরা জানান, অন্যন্য বছরের তুলনায় এই বছর পর্যটন শহরে শীত পড়ছে অনেক বেশী। ফলে তাদের বেচাবিক্রিও বেড়েছে অনেক।

শীতবস্ত্র কিনতে আসা কাউছার ও শারমিন দম্পতি জানান, এই বছর আগে থেকেই শীত শুরু হয়েছে তাই কিছু গরম কাপড় কিনতে আসলাম তবে দাম একটু বেশীই মনে হচ্ছে । এখন গরম কাপড়ের যে দাম বৃদ্ধি পেয়েছে মনে হচ্ছে শীত বাড়লে নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে চলে যাবে ফুটপাতের গরম কাপড়ের দামও।

ফুটপাতের দোকানদার মোস্তাকিম বলেন, এখন যেভাবে শীত পড়ছে সামনে মনে হয় আরও বেশি পড়তে পারে। তবে শীতের শুরুতেই গরম কাপড়ের চাহিদা অনেক বেশি বেড়েছে এবং বিক্রিও ভালোই হচ্ছে।
অন্যদিকে আতিক নামের এক ব্যবসায়ী জানান, গত শীতে মানুষ যে মূল্যে গরম কাপড় কিনেছে এবার তা পাবে না। কারণ গতবারের চেয়ে কাপড়ের দাম বেশি ধরছে পাইকারর।
সংশ্লিষ্টদের মতে, এই বছর শৈত্য প্রবাহ আরো কিছু দিন থাকবে। সুতরাং বয়স্ক ও শিশুদের অনেক বেশী সতর্ক থাকতে হবে।