মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
চকরিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে নির্বাচনী এলাকায় অবস্থান না করতে এবং কোন নির্বাচনী প্রচারণায় অংশ না নিতে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য জাফর আলম-কে অনুরোধ জানিয়ে পত্র দিয়েছেন- চকরিয়া উপজেলা নির্বাচন অফিসার ও চকরিয়ার ৮ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার মোঃ শহীদুল ইসলাম।
শনিবার ২৫ ডিসেম্বর নির্বাচন কমিশনের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোঃ আতিয়ার রহমানের ৭৫৩ নম্বর স্মারকে একই বিষয়ে প্রেরিত এক পত্রের বরাত দিয়ে সংসদ সদস্য জাফর আলমকে শনিবার পৃথক ১৯৪ নম্বর স্মারকে রিটার্নিং অফিসার এ পত্র দেন। পত্রে বলা হয়, আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে উল্লেখিত কার্যক্রম থেকে বিরত থাকতে নির্বাচন কমিশন থেকে সংসদ সদস্যদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে। এ অবস্থায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে এ বিষয়ে সংসদ সদস্য জাফর আলমের সহযোগিতা কামনা করা হয়েছে।
পত্রের অনুলিপি নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব, কক্সবাজারের জেলা প্রশাসক, চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন অফিসার, কক্সবাজারের পুলিশ সুপার, জেলা নির্বাচন অফিসার, চকরিয়ার ইউএনও, চকরিয়া থানার ওসি সহ সংশ্লিষ্ট সকলের কাছে প্রেরণ করা হয়েছে।
প্রসঙ্গত, ইউনিয়ন পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে চকরিয়া উপজেলায় ৮ টি ইউনিয়ন যথাক্রমে খুটাখালী, সুরাজপুর-মানিকপুর, হারবাং, চিরিঙ্গা, ডুলাহাজারা, বরইতলী, বমু বিলছড়ি, ফাঁসিয়াখালীতে রোববার ২৬ ডিসেম্বর ভোট গ্রহণ করা হবে।