সংবাদ বিজ্ঞপ্তি :
স্বর্ণকারদের ভালবাসায় শুভেচ্ছায় সিক্ত টেকনাফ পৌরসভার তিন বারের নবনির্বাচিত মেয়র মোহাম্মদ ইসলাম। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে মেয়রের নিজ বাস ভবনে গিয়ে পৌরসভা ৭নং ওয়ার্ডের অন্তর্গত লামার বাজারে নব-নির্মিত শাহিন কমপ্লেক্সের স্বর্ণ দোকান মালিকরা ফুলেল শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বিনিময়কালে নবনির্বাচিত মেয়র মোহাম্মদ ইসলাম বলেন, “মানুষ আমাকে যে ভালবাসা দেখিয়েছেন, তাঁর ঋণ শোধ হওয়ার নয়। জীবন দিয়ে আমি তাঁর মর্যাদা রাখার চেষ্টা করবো। সবাইকে সাথে নিয়ে টেকনাফ পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তর করা হবে। জীবনের শেষ পর্যন্ত টেকনাফবাসীর উন্নয়ন ও কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চাই”।

এসময় লামার বাজারস্থ শাহিন টাওয়ারের সকল স্বর্ণকারবৃন্দ উপস্থিত ছিলেন।