নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের স্বাস্থ্যখাতে উল্লেখযোগ্য অবদান রেখে যাচ্ছে হোপ ফাউন্ডেশন। রামুর চেইন্দায় অবস্থিত হোপ হসপিটালের পাশাপাশি অঁজপাড়া গাঁ’য়েও স্বাস্থ্য সেবার প্রসার করেছে এই সংস্থা। পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পে পরিচালনা করছে সেখানকার বড় চেয়ে বড় হসপিটাল ‘হোপ হসপিটাল ফর উইমেন’। এবার সেই হাসপাতালে সংযুক্ত করেছে খেলার মাঠ। মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনায় এনে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য খেলার ব্যবস্থা করা হয়েছে।

বুধবার উখিয়ার মধুরছড়া ক্যাম্পে অবস্থিত ‘হোপ হসপিটাল ফর উইমেন’ সংলগ্ন তৈরি করা বিশাল মাঠটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। অতিরিক্ত শরণার্থী কমিশনার শামসুজ্জোহা এই খেলার মাঠতি উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, হোপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠা প্রেসিডেন্ট ডা. ইফতেখার মাহমুদ, ক্যাম্প চার এর ক্যাম্প ইনচার্জ মাহফুজার রহমান ও হোপ ফাউন্ডেশনের কান্ট্রি ম্যানেজার কেএম জাহিদুজ্জামান‘হোপ হসপিটাল ফর উইমেন’ এর চীফ মেডিকেল অফিসার ইসমাঈল ইদ্রিস ও কো-অর্ডিনেটর শওকত আলী।

হোপ ফাউন্ডেশনের এই উদ্যোগকে সময়োপযোগী ও অত্যন্ত কার্যকরী একটি উদ্যোগ বলে অবহিত করেছেন অতিরিক্ত শরণার্থী কমিশনার শামসুজ্জোহা। তিনি বলেছেন, রোহিঙ্গা মানসিক শিশু-কিশোরদের স্বাস্থ্যের উন্নতি করা অত্যন্ত জরুরী। না হলেও তারা নানা অপরাধের সাথে জড়িয়ে পড়বে। খেলাধুলার মধ্যে থাকলে খারাপ কাজের দিকে যাবে না তারা। এই ব্যতিক্রমী উদ্যোগটি নেয়ায় হোপ ফাউন্ডেশন ও তার প্রেসিডেন্ট ইফতিখার মাহমুদকে সাধুবাদ জানান তিনি।

হোপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠা প্রেসিডেন্ট ডা. ইফতেখার মাহমুদ বলেছেন, রোহিঙ্গা শিশু-কিশোর অনেকটা বেকার জীবন যাপন করছে। বেকার থাকলে মস্তিষ্ক খারাপ কাজের দিকে ধাবিত হয়। এতে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। রোহিঙ্গা শিশু-কিশোরদের খারাপ কাজ থেকে বিরত রাখতেই হোপ ফাউন্ডেশন এই উদ্যোগটি নিয়েছে।

গত এক মাস ধরে বহু শ্রমিক দিনরাত কাজ করে এই মাঠটি তৈরি করেছে। সেখানে নিয়মিত ফুটবল, ক্রিকেট, ভলিবল ও ব্যাটমিন্টনসহ বিভিন্ন খেলার আসর বসবে। সব খেলার জন্য আলাদা আলাদা কোচ নিয়োগ করা হয়েছে। তারা নিয়মিত সব খেলা প্রশিক্ষণ প্রদান করবেন।