দেলোয়ার হোছাইন, পেকুয়া:
কক্সবাজারের পেকুয়া উপজেলার পেকুয়া সদর ইউনিয়ন নিবাসী বীর মুক্তিযোদ্ধা মোক্তার আহমদ ৩১ ডিসেম্বের শুক্রবার রাত ১০ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না..রাজেউন) । মরহুমের বড় ছেলে সাইফুল ইসলাম জানিয়েছেন ,তিনি দীর্ঘ দিন ধরে শ্বাসকষ্ট এ্যাজমা রোগে ভোগ ছিলেন ।
১ জানুয়ারি বিকাল ৩ ঘটিকায় মরহুমের জানাজার নামাজ পেকুয়া আশরাফুল উলুম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয় । ৭০ বছর বয়সি রণাঙ্গনের এই বীর সেনানী ৩০৯ নাম্বার গেজেটট মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করেন পেকুয়া উপজেলা প্রশাসন । এসময় মরহুমের কফিনে পুষ্প মাল্য দিয়ে সম্মাননা প্রদান করেন পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার পূর্বিতা চাকমা, কৃষি কর্মকর্তা জামিয়ার রহমান।
গার্ড অব অনার পরিচালনা করেন পেকুয়া থানার এস আই আল আমিন । গভীর শোক প্রকাশ করেছেন পেকুয়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এডভোকেট কামাল হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার ছাবের আহমদ, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সদস্য এস এস এম গিয়াস উদ্দিন , বারবাকিয়া ইউপি চেয়ারম্যান মাওলানা বদিউল আলম ।