নিজস্ব প্রতিনিধি , উখিয়া :
উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নে পূর্ব ভালুকিয়া তুলাতুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি স্বজনপ্রীতি স্বেচ্ছাচারিতা সহ নানা অভিযোগ উঠেছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য , সচেতন অভিভাবক ও স্হানীয় বাসিন্দারা প্রধান শিক্ষক রত্নসেন বড়ুয়ার বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবসহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগে উল্লেখ করা হয় ২০২০ সালের মিচুয়্যাল ট্রান্সফারের মাধ্যমে ছেপট খালি সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে রত্নসেন বড়ুয়া সুকৌশলে পূর্ব ভালুকিয়া পালং তুলাতুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন।
সচেতন অভিভাবক অভিযোগ করে বলেন সেই থেকে প্রধান শিক্ষক নানা অনিয়ম ও স্বজনপ্রীতিতে জড়িয়ে পড়ে। কেউ প্রতিবাদ করলে অভিভাবকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে ।
বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি মৌলভী আব্দুল আলিম কমিটির সাবেক সদস্য জাবেরুল ইসলাম ও স্থানীয় বাসিন্দা মোহাম্মদ জোবাইর বলেন পরিচালনা কমিটি কে পাশ কাটিয়ে ওয়াশ ব্লক / টয়লেটের ইট সহ বিদ্যালয়ের অন্যান্য জিনিসপত্র এসকেরাপ হিসেবে নিজের ইচ্ছামত বিক্রি করে।
এছাড়াও ক্ষুদ্র মেরামতের নামে সরকারি বরাদ্দকৃত টাকার হিসাব এসএমসি কমিটির সভায় দাখিল করার জন্য বারবার তাগিদ দেওয়ার পরও খরচের আয় – ব্যয় উত্থাপন করেনি । উল্টো মনগড়া ভুয়া বিল ভাউচার বানিয়ে সমুদয় টাকা নয় ছয় করেছে।
এছাড়াও চলতি বছর কর্তৃপক্ষের অনুমতি না থাকার পরও পার্বত্য এলাকার ২ জন শ্রমন ভর্তি করিয়েছে।
খোঁজ খবর নিয়ে জানা গেছে প্রধান শিক্ষক শিক্ষার্থীদের অভিভাবকদেরকে প্রায় সময় নানা বিষয়ে নাজেহাল করে । কোন কিছু জানতে চাইলে অসৌজন্যমূলক আচরণের শিকার হতে হয় ।
বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মাস্টার মুকতার আহমদ চৌধুরী স্থানীয় অভিভাবক লোকমান হাকিম ও নুরুল আলম সহ অনেকেই জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক রত্নসেন বড়ুয়া দায়িত্ব পালনে অবহেলা খামখেয়ালী পনা ও নানা অনিয়মে জড়িত হয়ে পড়ায় লেখাপড়ার মান দিন দিন অবনতি হচ্ছে । পাশাপাশি অভিভাবকদের সাথে কারনে অকারনে অসৌজন্যমূলক আচরণ করার ঘটনা নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে ।
এ ব্যাপারে বক্তব্য নেওয়ার জন্য প্রধান শিক্ষকের মুঠো ফোনে একাধিকবার চেষ্টা করব সংযোগ পাওয়া যায়নি ।
সচেতন নাগরিক সমাজ বিষয়টি সরেজমিনে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়েছেন ।
উখিয়ার তুলাতুলী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
