আবু সায়েম, কক্সবাজারঃ চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের আওতাধীন বারবাকিয়া রেঞ্জের অভিযানে অবৈধভাবে পাচারকালে ২০০ ঘনফুট চিরাই গর্জন কাঠ আটক করা হয়েছে ।
বনবিভাগ সূত্রে জানা যায়, ১লা জানুয়ারি ( শনিবার) বিকেলে বারবাকিয়া রাস্তার মাথায় পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে মজুদ কালে গর্জন চিরাই কাঠ জব্দ করা হয়েছে । এসময় প্রায় ২০০ ঘনফুট গর্জন চিরাই কাঠ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৩ লক্ষ টাকা।
বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা মোঃ হাবিবুল হক বলেন,গোপন সংবাদের ভিত্তিতে বারবাকিয়া রাস্তার মাথা এলাকায় একদল বনকর্মীদের সহযোগিতায় অভিযান চালিয়ে প্রায় ২০০ ঘনফুট গর্জন কাঠ জব্দ করে রেঞ্জ হেফাজতে নিয়ে আসা হয়েছে ।কাঠ পাচার রোধে প্রাত্যহিক অভিযান অব্যাহত থাকবে।
চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম বলেন , বনবিভাগ বনভূমি জবরদখল, অবৈধ কাঠ পাচার এবং পাহাড় কাটার বিরুদ্ধে সজাগ ও সতর্ক রয়েছেন। নিয়মিত অভিযানের অংশ হিসেবে বারবাকিয়া রেঞ্জ অভিযান পরিচালনা করে প্রায় ২০০ ঘনফুট চিরাই গর্জন কাঠ উদ্বারপূর্বক রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়েছে । সংশ্লিষ্ট আসামী এবং জড়িতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হবে।সরকারি সম্পদ রক্ষার্থে বন অপরাধ দমনে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।