কক্সবাজার থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সিবিএন২৪ এ ঈদগাঁওতে ইটভাটায় বনের কাঠ পোড়ানোর মহোৎসব চলছে শীর্ষক সংবাদটি আমাদের দৃষ্টিগোছর হয়েছে। সংবাদটি মিথ্যা ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। কাঠ পাচারকারী সিন্ডিকেটের ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ।
মূলত ঈদগাঁও এবং মেহেরঘোনায় রেঞ্জ কর্মকর্তাদের তাৎপর্যপূর্ণ গতিশীল কার্যক্রমে কাঠ পাচারকারী সিন্ডিকেট দূর্বল হয়ে পড়েছে। ঈদগাঁও ভোমরিয়াঘোনা ভিটে এবং মেহেরঘোনা রেঞ্জে কোন ধরনের অবৈধ কাঠ পোড়ানো হচ্ছে না। প্রতিনিয়ত বনবিভাগ তাদের অভিযানের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করেছেন।
সংবাদে বলা হয়েছে ঈদগাঁও ভোমরিয়াঘোনা বিট এবং মেহেরঘোনা রেঞ্জ মাসোহারার বিনিময়ে ইটভাটায় অবৈধ কাঠ পোড়াতে মদদ দিচ্ছে। যা বনবিভাগের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ এবং রুদ্ধ করার নিমিত্তে কতিপয় মহলের গভীর ষড়যন্ত্র।
অবৈধ কাঠ পাচার এবং ইটভাটায় অবৈধ কাঠ ব্যবহারের বিরুদ্ধে বনবিভাগ সজাগ ও সতর্ক রয়েছেন।
আর ইটভাটায় অবৈধ কাঠ পোড়ানোর কোন বৈধ প্রমাণ নেই। তাছাড়া ইটভাটায় কাঠ পোড়ানো হয় না কয়লা পোড়ানো হয়। মূলত কাঠ পাচারকারী সিন্ডিকেট তাদের অবৈধ কার্যক্রম চালিয়ে যাওয়ার কৌশল বাস্তবায়নে বনবিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য সরবরাহ করছে। আমরা উক্ত প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
পাশাপাশি সাংবাদিক ভাইদের যাচাই-বাছাই পূর্বক বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানাচ্ছি
প্রতিবাদকারী
ভোমরিয়াঘোনা বিট এবং মেহেরঘোনা রেঞ্জ
ইটভাটায় বনের কাঠ পোড়ানোর মহোৎসব- প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
